২৪ঘন্টা অনলাইন : ইরানের প্রেসিডেন্ট মসুদ পেজেশকিয়ানের মস্কো সফরের সময় শুক্রবার রাশিয়া ও ইরান একটি ‘সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব’ চুক্তি স্বাক্ষর করবে। ক্রেমলিন সোমবার এ তথ্য জানায়।
মস্কো থেকে এএফপি ক্রেমলিনের বরাত দিয়ে জানায়, ‘১৭ জানুয়ারি ভ্লাদিমির পুতিন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করবেন। তিনি একটি আনুষ্ঠানিক সফরে মস্কোতে আসছেন।’ পাশাপাশি দুই নেতা ‘সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ স্বাক্ষর করবেন বলেও উল্লেখ করা হয়।
২৪ঘন্টা/এআর