বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

শপথের আগে বিজয় মিছিল করবেন ট্রাম্প

প্রকাশিত - ১৯ জানুয়ারি, ২০২৫   ১০:২৩ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি (সোমবার) শপথ গ্রহণ করতে চলেছেন। তার আগের দিন রোববার ওয়াশিংটনে প্রচার চালানোর ধাঁচে বিজয় মিছিল করতে চলেছেন তিনি।

‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ নামের এ বিজয় মিছিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে ক্যাপিটাল ওয়ান এরিনায়। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের দাঙ্গার ঘটনার পর ওয়াশিংটনে এবারই প্রথম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে চলেছেন তিনি।

দ্বিতীয় মেয়াদের শুরুর দিকে ট্রাম্প কী কী করার পরিকল্পনা নিয়েছেন তার একটি পূর্বাভাস পাওয়া যেতে পারে মিছিলে দেওয়া ভাষণ এবং সোমবারের উদ্বোধনী ভাষণে।

ট্রাম্পের সঙ্গে এই মিছিলে আছেন তার ঘনিষ্ঠ আস্থাভাজন হয়ে ওঠা বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনিও বক্তব্য রাখবেন।

এছাড়াও, ভাবি ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশীপের সিইও ডানা হোয়াইটসহ আরও অনেকের বক্তব্য রাখার কথা রয়েছে। মিছিলে যোগ দেওয়ার কথা রয়েছে টিকটক সিইও-সহ গায়কদের।

সোমবার ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান মার্কিন সংবিধান অনুযায়ী দুপুরে শুরু হবে। তবে শপথ গ্রহণের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে এবার কিছু ভিন্নতা দেখা যবে। আগের বছরগুলোতে ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথ অনুষ্ঠান হয়ে আসলেও এবার সেটি হবে ক্যাপিটল রোটুন্ডায়। প্রচণ্ড ঠান্ডার কারণে অনুষ্ঠানটি ইনডোরে সরিয়ে নেয়া হয়েছে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন