২৪ঘন্টা অনলাইন : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার-এর ‘কোটিপতি হোন’ অফারে লাখপতি হলেন মিরপুরের শাম্মী সুলতানা। তিনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়ন থেকে মিনিস্টার ৬৫ ইঞ্চি গুগল টিভি ক্রয় করে স্ক্র্যাচ কার্ড ঘষে এক লাখ টাকার গিফট ভাউচার জিতেন।
এসময় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ এর পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব বিবেক সরকার, মিনিস্টার মাইওয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর ও শো-রুম বিভাগের ডিরেক্টর মো. মাহমুদুর রহমান খান উপস্থিত থেকে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।
প্রসঙ্গত, মিনিস্টার “কোটিপতি হোন” অফারে মিনিস্টার ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় স্ক্র্যাচ কার্ড। এই স্ক্র্যাচ কার্ডেই লুকিয়ে আছে কোটিপতি কিংবা লাখপতি হবার সুযোগসহ নানান চমক। এছাড়াও রয়েছে, একটির সাথে আরেকটি ফ্রি, গিফট বক্স, বিশাল ডিসকাউন্টসহ নিশ্চিত উপহার।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়নে উক্ত অফারের আওতায় মিনিস্টার পণ্য ক্রয়ে গ্রাহকরা পাচ্ছেন অবিশ্বাস্য ডিসকাউন্ট। ২৫,৬৯৯ টাকার মিনিস্টার ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি এখন মাত্র ১৭,৯০০ টাকায়, সাথে আকাশ ডিটিএইচ ফ্রি, যা অফারকে আরও আকর্ষণীয় করেছে। শুধু কি তাই, মিনিস্টার রেফ্রিজারেটরে রয়েছে ৫৫% পর্যন্ত মূল্যছাড়। এসিতে ৩০% এবং হোম এপ্লায়েন্সে রয়েছে বিশাল মূল্যছাড়। বাণিজ্য মেলায় মিনিস্টার ৩ লিটার রাইস কুকারের মূল্য মাত্র ৩০৯০ টাকা এবং ২.৮ লিটার রাইস কুকারের মূল্য মাত্র ২৬৯০ টাকা। এ ছাড়াও উভয় রাইস কুকারে সাথে থাকছে ১ হাজার টাকার গিফট বক্স ফ্রি।
২৪ঘন্টা/এআর