২৪ঘন্টা অনলাইন : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে ইসরাইলি হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছে।
ইসরাইলি মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তির ওপর ভোট দেওয়ার কয়েক ঘন্টা আগে এ হামলা চালানো হলো।
সংস্থাটির উদ্ধৃতি দিয়ে গাজা নগরী থেকে এএফপি এ খবর জানায়।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আমাদের কর্মীরা গাজা নগরীর পশ্চিমে আল-রিমাল এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর বোমা হামলার শিকার একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে ৫টি লাশ ও আহত অবস্থায় ১০ জনেরও বেশি লোককে উদ্ধার করেছে।’
এটি আরও জানায়, ‘গাজার কেন্দ্রস্থলে আল-শাবিয়া মোড়ে’ এক বিমান হামলায় নিহত আরও দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি-মুক্তি চুক্তি ঘোষণা করার একদিন পর এই হামলা চালানো হলো।
তারা আশা কারছে, গাজায় যুদ্ধের স্থায়ী অবসানের পথ প্রশস্ত করবে।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তির ওপর ভোটাভুটির কথা রয়েছে।
২৪ঘন্টা/এআর