২৪ ঘন্টা অনলাইন : মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) ওয়াসিংটন ডিসির ক্যাপিটাল হিলে এই শপথ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন জেডি ভ্যান্স।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী চার বছর দায়িত্ব পালন করবেন ডোনাল্ড ট্রাম্প।
এর আগে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানান। শপথ নেয়ার আগে বাইডেনের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসে যান ট্রাম্প।
তখন তাকে স্বাগত জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প গাড়ি থেকে নামার সময় বাইডেন বলেন, ওয়েলকাম হোম, প্রেসিডেন্ট!
এদিকে, মার্কিন কংগ্রেস ক্যাপিটল হিলের সামনে শপথ অনুষ্ঠান হয়ে থাকে। তবে আজ ওয়াশিংটনে প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ার কারণে (মাইনাস ১৩ ডিগ্রি) ইনডোরে অনুষ্ঠিত হয় শপথ অনুষ্ঠান।
শপথের পরই জাতির উদেশে ভাষণ দেন ট্রাম্প। বক্তব্যে তিনি আমেরিকার ঐক্য অটুট রাখতে তার দৃঢ়প্রতিজ্ঞতার কথা জানান।
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ অনেকে।
ট্রাম্পকে শপথবাক্য পাঠ করান যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এ নিয়ে দ্বিতীয়বার তিনি ট্রাম্পকে শপথ পড়ালেন।
অন্যদিকে শপথ নিতে ওয়াশিংটন রওনা হওয়ার আগে টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রথম দিনই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করার কথা জানান। তিনি যেসব নির্বাহী আদেশে সই করবেন, তার অনেকগুলোই বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গৃহীত নীতি বাতিল করা হবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প তার নতুন মেয়াদের প্রথম দিন থেকে যেসব কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন, তার মধ্যে অবৈধ অভিবাসীদের গণবিতাড়ন কর্মসূচিও রয়েছে।
২৪ঘন্টা/এআর