বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

নির্বাচনে জয়ী মাদুরোকে অভিনন্দন কিউবার প্রেসিডেন্টের

প্রকাশিত - ৩০ জুলাই, ২০২৪   ০১:২৬ এএম
webnews24

প্রভাত ডেস্ক : ভেনিজুয়েলায় নিকোলাস মাদুরো তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল।

মিগুয়েল সোমবার বলেছেন, তিনি ভেনিজুয়েলার নেতা মাদুরোর সাথে কথা বলেছেন এবং ঐতিহাসিক নির্বাচনে জয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, ঐতিহাসিক এই জয়ের পর কিউবান দল, সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাতে আমি ভাই নিকোলাসের সাথে কথা বলেছি।

উল্লেখ্য, ভেনিজুয়েলায় রোববার অনুষ্ঠিত নির্বাচনে  নিকোলাস মাদুরো তৃতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, মাদুরো ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তার প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেজকে হারিয়েছেন। গঞ্জালেজ পেয়েছেন ৪৪.২ শতাংশ ভোট।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন