বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

শাহরুখ-গৌরীর স্মৃতিবিজড়িত বাড়িতে ৩৭ কোটির ফ্ল্যাট কিনলেন আরিয়ান

প্রকাশিত - ৩০ জুলাই, ২০২৪   ০১:১৫ এএম
webnews24

প্রভাত ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান দিল্লি শহরের সঙ্গে নিজের বন্ধন আরও দৃঢ় করলেন। দক্ষিণ দিল্লিতে যে বিল্ডিংয়ে তার বাবা শাহরুখ ও মা গৌরী একসময় থাকতেন, সেই একই বিল্ডিংয়ে ৩৭ কোটি টাকা দিয়ে দু'টি ফ্লোর কিনেছেন তিনি।

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুসারে, আরিয়ান দিল্লির পঞ্চশীল পার্কে সম্পত্তিটি কিনেছেন, যেখানে শাহরুখ খান নীচতলা এবং বেসমেন্টের মালিক। ২০২৪ সালের মে মাসে নথিভুক্ত এই লেনদেনে আরিয়ানকে স্ট্যাম্প ডিউটি বাবদ ২ কোটি ৬৪ লাখ টাকা দিতে হয়েছিল।

জানা গেছে, এই বিল্ডিংয়েই শাহরুখ এবং গৌরী তাদের সংসার জীবনের শুরুর দিকে থাকতেন। বর্তমানে গৌরী নিজেই এই বিল্ডিংটি ডিজাইন করছেন।

শাহরুখের দুই সন্তান, সুহানা এবং আরিয়ান সম্প্রতি সময়ে বেশ কয়েকটি রিয়েল এস্টেট বিনিয়োগ করেছেন। গত বছরের জানুয়ারিতে মহারাষ্ট্রের উপকূলবর্তী শহর আলিবাগে ১২ কোটি ৯১ লাখ টাকায় কৃষি জমি কিনেছিলেন সুহানা।

এক বছর পরে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে উপকূলীয় মহারাষ্ট্রের মুম্বাইয়ের কাছে একটি সম্পত্তি ক্রয় করেছেন। যেখানে তার খরচ হয়েছে ১০ কোটিরও বেশি। বলিউড বাদশাহর দুই সন্তানই যেন সম্পত্তি গড়তে পছন্দ করছেন।

জোয়া আখতারের 'দ্য আর্চিস' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সুহানা। তিনি এখন তার পরবর্তী ছবি সুজয় ঘোষের দ্য কিং-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, যেখানে তিনি বাবার সঙ্গে অভিনয় করবেন। এদিকে ওয়েব শো স্টারডমের মাধ্যমে পরিচালনায় অভিষেক হতে চলেছে আরিয়ানের।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন