বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

সেরা খেলোয়াড় রদ্রি, সেরা তরুণ ইয়ামাল, গোল্ডেন বুট নিলেন ৬ জন মিলে

প্রকাশিত - ১৫ জুলাই, ২০২৪   ০৫:৫৭ পিএম
webnews24

প্রভাত স্পোর্টস : লড়াইটা যে স্পেনের দুজনের মধ্যেই হবে, সেটা বোঝা যাচ্ছিল। ইংল্যান্ডের কেউ ঠিক ইউরোর সেরা খেলোয়াড় হওয়ার মতো খেলতে পারেননি এবার। আর ফাইনালের আগেই ঝরে যাওয়া দল থেকে কখনো ইউরোর সেরা খেলোয়াড় বেছে নেয়ার নজিরও নেই। ফলে কিছুটা অনুমিতই ছিল যে, এবার স্পেনের রদ্রি কিংবা লামিনে ইয়ামালের মধ্যে যেকোনো একজন হবেন ইউরোর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। শেষ পর্যন্ত উয়েফার টেকনিকাল পর্যবেক্ষক কমিটি রদ্রিকেই বেছে নিয়েছে সেরা খেলোয়াড় হিসেবে। ইয়ামালকে অবশ্য খালি হাতে ফিরতে হচ্ছে না। ইউরোর ট্রফির সঙ্গে তিনি জিতেছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও। বার্লিনে অলিম্পিক স্টেডিয়ামে রোববারের ফাইনালে চোটের কারণে প্রথমার্ধের পর আর মাঠে নামতে পারেনি রদ্রি। তবে এর আগে পুরো টুর্নামেন্টে তিনি যেভাবে খেলেছেন, সেটাই তাঁকে সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। স্পেনের  মাঝমাঠের প্রাণ হয়ে ছিলেন তিনি, দলের খেলাটা আসলে তিনিই নিয়ন্ত্রন করেছেন মাঠে। সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে ৫২১ মিনিট খেলে  পাস দিয়েছেন ৪১১ টি, সফল পাসের হার ৯৩ শতাংশের মতো। গোলও করেছেন একটি। ইয়ামাল তো এই ইউরোর বিস্ময়ই বলা যায়। একটা গোল করেছেন, করিয়েছেন চারটি। এক ইউরোতে তাঁর চেয়ে বেশি গোল করাননি আর কোনো খেলোয়াড়। সেরা খেলোয়াড় ও সেরা তরুন খেলোয়াড়ের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও জয়ীদের মধ্যেও আছেন এক স্প্যানিশ দানি ওলমো। জয়ীদের বলা হচ্ছে, কারণ ওলমো একা নন, এবার ইউরোর গোল্ডেন বুট জিতেছেন আরও ৫ জন। সবারই গোল ৩টি করে। ওলমো ছাড়াও গোল্ডেন বুট পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন, জার্মানির জামাল মুসিয়ালা, নেদারল্যান্ডসের কোডি গাকপো, স্লোভেনিয়ার ইভান শারাঞ্জ ও জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে। ফাইনালে ওলমো বা কেইন গোল করলে পুরস্কারটা একাই নিয়ে যেতে পারতেন। কিন্তু দুজনের কেউই গোল পাননি। এর আগে একাধিক খেলোয়াড়ের গোল সমান হলে কখনো যিনি কম সময় খেলেছেন তাঁকে, বা কখনো যিনি বেশি গোলে সহায়তা করেছেন তাঁকে গোল্ডেন বুট দেয়া হয়েছে। এবার অবশ্য উয়েফা আগেই ঘোষণা দিয়েছিল একাধিক খেলোয়াড়ের গোল সমান হলে সবাইকেই গোল্ডেন বুট দেয়া হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন