বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

মাঝপথে রাজশাহীর অধিনায়ক পরিবর্তন

প্রকাশিত - ২১ জানুয়ারি, ২০২৫   ১২:১৩ এএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বিপিএলের মাঝপথে অধিনায়ক পরিবর্তন নতুন কোনো ঘটনা নয়। পরিবর্তনের নতুন কোনো কারণও ব্যাখ্যা করতে পারে না দলগুলো। ঘুরিয়ে ফিরে সেই একই কথা।ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এ সিদ্ধান্ত। এনামুল হক বিজয়ের জায়গায় পরবর্তী ম্যাচ থেকে নেতৃত্বে দেখা যাবে পেসার তাসকিন আহমেদকে।

এবারের বিপিএলে ধারাবাহিকভাবে ভালো খেলতে ব্যর্থ দুর্বার রাজশাহী। প্লে-অফের লড়াইয়ে এরই মধ্যে বেশ পিছিয়ে পড়েছে তারা। গতকাল এনামুল হক বিজয়ের বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সত্বেও খুলনা টাইগার্সের কাছে হেরে গেছে রাজশাহী। এরপরই অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়েছে তারা। টুর্নামেন্টের বাকি অংশের জন্য আর অধিনায়ক থাকছেন না এনামুল হক বিজয়।

বিপিএলের এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।

ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।

এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন নতুন অধিনায়ক তাসকিন আহমেদ। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। আমরা আশা করি, টুর্নামেন্টে আমাদের লক্ষ্য অর্জনের পথে মাঠে ও মাঠের বাইরে তিনি দলকে এগিয়ে নিতে পারবেন।

তারা জানিয়েছে, ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। বিপিএলের বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন