বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

তানভীর-তামিম নৈপুন্যে জয়ের ধারায় ফিরলো বরিশাল

প্রকাশিত - ১৬ জানুয়ারি, ২০২৫   ১১:৪২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : স্পিনার তানভীর ইসলামের বোলিং এবং তামিম ইকবালের ব্যাটিং নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের ধারায় ফিরলো বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আজ ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল।

৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো বরিশাল। প্রথম সাত ম্যাচ হারের পর জয়ের দেখা পেলেও আবারও হারের বৃত্তে পড়লো ঢাকা। ৮ ম্যাচে ১ জয় ও ৭ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে ঢাকা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৮ বলে ৩১ রানের সূচনা করেন ঢাকার দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস। আগের ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন তানজিদ ও লিটন।

রাজশাহীর বিপক্ষে ৫৫ বলে অপরাজিত ১২৫ রান করা লিটন বরিশালের পেসার রিপন মন্ডলের শিকার হবার আগে ১৭ বলে ১৩ রান করেন।

লিটন ফেরার পর বরিশালের বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৬ উইকেটে ১০০ রান সংগ্রহ করে ঢাকা। মিডল অর্ডারে সাব্বির রহমানকে ১০, অধিনায়ক থিসারা পেরেরাকে শূন্য ও মোসাদ্দেক হোসেনকে ১১ রানে আউট করেন তানভীর।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে লড়াই করেছেন রাজশাহীর বিপক্ষে ৬৪ বলে ১০৮ রান করা তানজিদ। ৩৯ বলে টি-টোয়েন্টিতে নবম ও চলতি বিপিএলে তৃতীয় হাফ-সেঞ্চুরির ইনিংস পূর্ণ করেন তানজিদ।

১৭তম ওভারে ফাহিম আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন তানজিদ। ২টি চার ও ৪টি ছক্কায় ৪৪ বলে ৬২ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার।

দলীয় ১২০ রানে তানজিদ ফেরার পর ফারমানুল্লাহর ১৬ বলে ১ চার ও ২ ছক্কায় সাজানো ২২ রানের ইনিংসের উপর ভর করে সম্মানজনক সংগ্রহ পায় ঢাকা। ১৯.৩ ওভারে ১৩৯ রানে অলআউট হয় ঢাকা।

আগের ম্যাচে রাজশাহীর বিপক্ষে ১ উইকেটে ২৫৪ রান করে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলো ঢাকা।

বল হাতে ৩ ওভারে ৩৯ রানে ৩ উইকেট নিয়েছেন তানভীর। ২৩ রানে ২ উইকেট নেন ফাহিম।
১৪০ রানের জবাবে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় বরিশাল। ২ রানে ঢাকার পেসার আবু জায়েদের শিকার হন নাজমুল হোসেন শান্ত।

শুরুতেই শান্তকে হারানোর পরও পাওয়ার প্লেতে দলের রান ৪৭’এ নেন আরেক ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল এবং ডেভিড মালান।
১৫তম ওভারে টি-টোয়েন্টিতে ৫৩তম ও এবারের আসরে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন ৪৪ বল খেলা তামিম। পরের ওভারে দলীয় ১২৫ রানে পেরেরার বলে বোল্ড হন তামিম। ৬টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৬১ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেটে মালানের সাথে ৮০ বলে ১১৭ রানের জুটিতে বরিশালের জয়ের ভিত গড়ে দেন তামিম। এরপর ৬ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৪ বল বাকী থাকতে বরিশালের জয় নিশ্চিত করেন মালান ও জাহানদাদ খান ।

৩টি চার ও ১টি ছক্কায় মালান ৪১ বলে অপরাজিত ৪৯ এবং জাহানদাদ ২টি ছক্কায় ৪ বলে অনবদ্য ১৩ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন তামিম।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন