২৪ঘণ্টা অনলাইন প্রতিনিধি, কালিগঞ্জ : বিভিন্ন বয়সভিত্তিক দলের গণ্ডি পেরিয়ে দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছেন লিটন কুমার দাস। ভাল-মন্দের মিশেলে ক্যারিয়ার পার করছেন উইকেট কিপার ক্যাম ব্যাটার। লম্বা সময় ধরে ব্যাট হাতে বাজে সময় কাটানোর কারণে বাদ পড়েছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থকে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন। ৩ ম্যাচের মধ্যে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন।
গল্পটা লিটনের হলেও এখানে আরেকজনের নাম চলে আসে। রানপ্রসবা উইকেট হলেও শেষ ওভারে ২৩ রান তোলা সহজসাধ্য কাজ নয়। বোলিংয়ে আবার অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। কিন্তু দেয়ালে পিঠ ঠেকলে সামনে কী আছে, সেটি তো দেখার আর সুযোগ থাকে না। দলকে বাঁচাতে ’বুড়ো’ সামিউল্লাহ সিনওয়ারি প্রথম বল উড়িয়ে ফেললেন বাউন্ডারির ওপারে। পরের বল ওয়াইড, দ্বিতীয় বলে আফগান অলরাউন্ডার মারলেন চার। ২ বলে ১১ রান তুলে জয়ের আশা দারুণভাবে জাগিয়ে রাখে সিলেট স্ট্রাইকার্স। কিন্তু চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই উইকেট নিয়ে মোস্তাফিজ দেখালেন ব্যাটিং-সহায়ক উইকেটে অভিজ্ঞতার ঝলক।
আর শেষ বলে আরেকটি চার হজম করলেও ঢাকা ক্যাপিটালকে এনে দিয়েছেন ৬ রানের জয়। শুরু থেকে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল-চিটাগং কিংসের মতো দলগুলো লড়াই করছে পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকতে। ঠিক বিপরীত মেরুতে ছিল ঢাকা ও সিলেট, টেবিলের একদম নিচের দুটি জায়গা নিয়ে ইঁদুর-বিড়াল দৌড় চলছিল তাদের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলে নিজেদের প্রথম দেখায় ঢাকা ক্যাপিটালকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট। ভেন্যু বদলাতেই এবার পাল্টে গেল ম্যাচের ফল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শোধ নিয়ে নিল ঢাকা। লিটন দাসের মনোমুগ্ধ ফিফটির সৌজন্যে টস জিতে আগে ব্যাটিং করে ঢাকা তোলে ৬ উইকেটে ১৯৬ রান। জয়ের জন্য ১৯৭ রান তাড়ায় নেমে ৭ উইকেটে ১৯০ রানে থামে সিলেটের ইনিংস।
প্লে-অফের আশা প্রায় নিভু নিভু ঢাকা ক্যাপিটালের। কিন্তু পথ হারানো দলটিতে থেকেই ছন্দ ফিরে পেলেন লিটন। ফর্ম হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে সুযোগ হয়নি তাঁর। সেই লিটনেরই বিপিএলের শেষ চার ইনিংস, ৭৩, ১২৫ *, ১৩ ও ৭০। ঢাকার বিপক্ষে খেলেছেন ৪টি করে ছক্কা ও চারে ৪৮ বলে ৭০ রানের অসাধারণ ইনিংসটি। এ লিটনই আবার আগের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে দর্শকদের কাছ থেকে ‘ভুয়া’ ধ্বনি শুনতে হয়েছে। ১৭ বলে ১৩ রানে হওয়া লিটন ফিল্ডিংয়ের সময় অসহায়ের মতো সেই দর্শকদের দিকে কিছুক্ষণ তাকিয়েও ছিলেন। পরের ম্যাচেই তো জবাবটা দিলেন। এদিকে দুঃসময়ে লিটনের পাশে রয়েছে রংপুর রাইডার্স। ক্যারিয়ারে ভালোর চেয়ে খারাপ সময়টাই বেশি দেখেছেন লিটন দাস। সেটা তাঁর পারফরম্যান্সের কারণেই।
হ্যালির ধূমকেতুর মতো হঠাৎ করে তিনি কোনো এক সময় জ্বলে ওঠেন। ছন্দে না থাকা বাংলাদেশের এই ব্যাটারকে বিপিএলে শুনতে হয়েছে দুয়োধ্বনি। দুঃসময়ে তাঁর পাশে ঢাকার সঙ্গে থাকছে রংপুরও। এবারের বিপিএলে লিটন খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। স্টেডিয়ামে তাঁর ওপর দর্শকদের দুয়োধ্বনি সামাজিক মাধ্যমে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে খুব কম মানুষেরই সেটা নজর এড়িয়েছে। দলের একজন ক্রিকেটারের প্রতি এমন ‘আক্রমণের’ ওপর ফ্র্যাঞ্চাইজিটি তাঁর সমর্থনে একটি পোস্ট দিয়েছে। ঢাকা ক্যাপিটালসের কয়েক ঘণ্টা পর লিটনকে নিয়ে পোস্ট করে রংপুর রাইডার্স। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিটনের কয়েকটি ছবি জোড়া লাগিয়ে একটি ফটোকার্ড পোস্ট করে রংপুর। সেখানে লেখা, ‘আমরা আপনার পাশে আছি লিটন কুমার দাস।’ রংপুর রাইডার্স লিখেছে, ‘লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে লিখেছেন অসংখ্য রূপকথা। আমাদের দিয়েছেন উদযাপনের উপলক্ষ। আমরা সেই লিটন দাসকেই মনে রাখি। সমর্থন করি। শক্ত থাকুন লিটন কুমার দাস।
২৪ঘণ্টা/আসো