২৪ঘণ্টা অনলাইন প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার খৈকড়া গ্রামের উত্তরণ সমাজ কল্যান সংসদের আয়োজনে খৈকড়া প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরু হয়েছে। খৈকড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসরে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণ সমাজ কল্যাণ সংসদের সভাপতি শফিকুল ইসলাম আখন্দ, সাধারণ সম্পাদক সুমন আখন্দ, ক্রীড়া সম্পাদক সৈকত আখন্দ শাকিল, সহ-ক্রীড়া সম্পাদক নাসিম আখন্দ। পাশাপাশি উপস্থিত ছিলেন সাদেক আখন্দ, শরীফ আখন্দ, আয়ান রহমান আখন্দ, তারিকুল আখন্দ, হৃদয় আখন্দ, রায়হান, আমিনুল ইসলাম, শুভ, মেহেদী ও অনিক ভূঁইয়া।
উদ্বোধনী ম্যাচে খৈকড়া একাদশ ২০ রানের হারিয়েছে জিন্দা একাদশকে। শুরুতে ব্যাট করতে নেমে ১৬১ রান করে খৈকড়া। জবাবে ১৪১ রানে থেমে যায় জিন্দার ইনিংস। ২০ জানুয়ারি শুরু হয়ে টুর্নামেন্টের খেলা শেষ হবে ১৫ ফেব্রয়াারি। এবারের আসরে অংশ নেওয়া দলগুলো হচ্ছে, জিন্দা একাদশ, নরুন ৯ নং ওয়ার্ড, খৈকড়া একাদশ, সাতানিপাড়া একাদশ, দুর্বাটি একাদশ, দাউদপুর একাদশ, কনফিডেন্স একাদশ, সেভেনস্টার স্পোর্টিং ক্লাব, বক্তারপুর একাদশ, তুমিলিয়া একাদশ, কালনী একাদশ, বোয়ালি একাদশ, নাওয়ান একাদশ, নরুন ৮ নং ওয়ার্ড, পুবাইল একাদশ ও ভাটিরা একাদশ।
২৪ঘণ্টা/আসো