বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

বরিশাল ও খুলনা বিভাগের অ্যাড-হক কমিটি অনুমোদন

প্রকাশিত - ০৩ জুলাই, ২০২৪   ০৮:০৭ পিএম
webnews24

প্রভাত স্পোর্টস : মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এগারোতম সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিশ্বকাপ আসর থেকে ফেরার পর এটাই ছিল বিসিবির প্রথম সভা। বিভিন্ন ইস্যু নিয়ে এবারের বোর্ড সভাটি বেশ আলোচনা ছড়িয়েছে। সভা শুরুর আগে সভাতে ঘিরে ব্যাপাক হৈ চৈ লক্ষ্য করা গেছে। চাকরি হারাচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে, অধিনায়কত্ব হারাচ্ছেন নাজমুল হোসেন শান্ত, কোচের পদে আসতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন, এমন সব ভবিষ্যত বাণীর ছড়াছড়ি।

লম্বা সভা শেষ করে রাতে প্রায় এক ঘন্টা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন। সংবাদ সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানা গেলেও দলের পারফরম্যান্স ও কোচিং স্টাফদের ব্যাপারে তেমন কিছুই বলতে পারেনি বোর্ড সভাপতি। সিদ্ধান্তের মধ্যে সেটি গুরুত্ব পাচ্ছে বেশী, বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য অ্যাড-হক কমিটি অনুমোদন করেছে বোর্ড।

এছাড়া অন্যান্য সিদ্ধান্তগুলো হলো, এবারের এগারোতম বোর্ড সভার সিদ্ধান্তসমূহ-
*শেখ হাসিনা স্টেডিয়াম প্রকল্পের জন্য আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র প্রক্রিয়া এবং দরপত্রের নথি অনুমোদন করেছে বোর্ড।
*বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়ে়েশনের জন্য অ্যাড-হক কমিটি অনুমোদন করেছে বোর্ড।
*আগামী ১৪ জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার ডারউইনে বিসিবি হাই পারফরম্যান্স দলের সফর অনুমোদন।
*জুহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য গ্রাউন্ড ইকুইপমেন্ট ক্রয়ে বাজেট অনুমোদন।
*গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে কোচ, নির্বাচক, প্রশিক্ষক এবং অন্যান্য কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন।
*গ্রাউন্ডস বিভাগের অধীনে স্থানীয় কিউরেটর এবং গ্রাউন্ডসম্যানদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন।
*আম্পায়ার্স প্যানেলে চারজন মহিলা আম্পায়ার নিয়োগের বিষয়টি অনুমোদন।
*আইসিসি প্যানেল আম্পায়ার হিসেবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোর্শেদ আলী খান সুমনের (ম্যাক সুমন) নাম অন্তর্ভূক্ত।
*জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা।
প্রভাত/মালি
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন