বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

ইডির তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি : ঋতুপর্ণা

প্রকাশিত - ০৩ জুলাই, ২০২৪   ০৮:০৩ পিএম
webnews24

প্রভাত বিনোদন : রেশন দুর্নীতি মামলায় কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্স ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টর) দপ্তরে হাজিরা দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ভারতের পশ্চিমবঙ্গের সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা । প্রায় ৫ ঘণ্টা ধরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এর আগে বেশ কয়েকবার তাকে রেশন দুর্নীতি মামলায় ইডির দপ্তরে তলব করা হলেও তাতে সাড়া দেননি এই অভিনেত্রী।

প্রাথমিক সূত্রে জানা গেছে, ব্যাংকের লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিলেন ইডির কর্মকর্তারা। প্রথমবার যেতে পারেননি ঋতুপর্ণা। চিঠির মাধ্যমে জানিয়েছিলেন, বিদেশে থাকার কারণে তার পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না। দেশে ফিরেই তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করবেন। সেই মতোই গত ১৯ জুন সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান ঋতু ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টর) দপ্তর থেকে বেরিয়ে একথাই বলেছিলেন ঋতুপর্ণা। এবারে ইডি সূত্রে জানা গেছে, ৭০ লাখ র“পি (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৯ লাখ টাকা) ফেরত দিতে চান এ টালিউড নায়িকা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঋতুর্পণা বলেন, ‘ইডির তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি। ওনারা কিছু নথি চেয়েছিলেন, তা জমা দিয়েছি। এ বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে পারব না’।
প্রভাত বিনোদন/মালি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন