বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

ওটিটির পর্দায় শাকিবের 'দরদ'

প্রকাশিত - ১৬ জানুয়ারি, ২০২৫   ০১:১৮ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন :  ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'দরদ' এবার দেখা যাবে ওটিটির পর্দায়। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, "অনেকদিন আগেই আমরা সিনেমাটি ডিজিটাল মাধ্যমে বিক্রি করে দিয়েছি। আইস্ক্রিনে সিনেমাটি দেখা যাবে, কিন্তু মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।" এদিকে, আইস্ক্রিন তাদের ফেইসবুক পেইজে সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছে, "দুলু মিয়াকে কী শেষ পর্যন্ত 'আইস্ক্রিন' এ খুঁজে পাওয়া যাবে ?"

বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের গল্পের সিনেমা ‘দরদ’। গেল বছরের ১৫ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি। চিত্রনাট্যে দেখা গেছে, একের পর এক একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকেন বারানসিতে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক আটোরিকশা চালকের উপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার দেখানো হয়েছে।

পরিচালক অনন্য মামুনেন ভাষ্য ছিল, চারটি প্রযোজনা সংস্থার অর্থলগ্নিতে এটি তার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা। তবে সিনেমাটি এখনো ভারতেই মুক্তি দিতে পারেননি এই নির্মাতা। ‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। ১৪৯ মিনিট দৈর্ঘের এই সিনেমায় চারটি গান রয়েছে।

শুটিং হয়েছে ভারতের বারানসি ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।
২৪ঘন্টা/এআর
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন