বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

রজনীকান্ত নয় সালমানের সঙ্গী কমল হাসান

প্রকাশিত - ০৩ জুলাই, ২০২৪   ০৮:০১ পিএম
webnews24

প্রভাত বিনোদন : আবারো আলোচনায় দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার। নতুন নতুন ছবি নিয়ে আলোচনায় সব সময় থাকতে জেনো চান অ্যাটলি কুমার। এই তো মাত্র কয়েকদিন আগে বাতাসে ছড়িয়েছিল অ্যাটলির পরবর্তী ছবিতে এক সঙ্গে দেখা যাবে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার রজনীকান্ত ও সালমান খানকে। কিন্তু এখন আবার জানা গেল ভিন্ন খবর। পাঠান ছবির ব্যবস্থা সাফল্যের পর অ্যাটলি কুমার তার পরের ছবিতে কাস্ট করছেন রজনীকান্ত নন জুটি বাধঁছেন কমল হাসান ও সালমান খান। অ্যাটলি গত কয়েক মাস ধরে উভয় সুপারস্টারের সাথে আলোচনা করছেন এবং আসন্ন সিনেমাটি চূড়ান্ত হতে যাচ্ছে। তবে অফিসিয়ালি সিনেমাটি প্রসঙ্গে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

এমাসের শেষের দিকে ঘোষণা আসেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যাটলির ঘনিষ্ঠ এক সূত্র জানায় জওয়াানের পর অ্যাটলি ভারতীয় সিনেমার সবচেয়ে বড়  অ্যাকশন স্পেক্টেল তৈরি করতে কাজ করছেন। বড় দুই মেগাস্টারের সাথে আলোচনা চলছে। ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের মাঝে নতুন করে আলোচনা দেখা যাচ্ছে। এই জুটিকে ঘিরেও আগ্রহ তুঙ্গে।
প্রভাত/মালি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন