বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

দিনাজপুরে সাঁওতাল সম্প্রদায়ের সপ্তাহব্যাপী সহরায় উৎসব শুরু

প্রকাশিত - ১৬ জানুয়ারি, ২০২৫   ১১:৩৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : জেলায় পূজা অর্চনা ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সাঁওতাল সম্প্রদায়ের  সপ্তাহব্যাপী দিশম সহরায় উৎসব শুরু হয়েছে ।

গতকাল বুধবার রাত ১০টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত জেলার সদর উপজেলার খোশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মারাং গুরু মহাদেব শীবকে উদ্দেশ্য করে নানান ধর্মীয় রীতিনীতিতে পূজা অর্চনা সম্পূর্ণ করা হয়েছে।

সরকারি স্কুল মাঠে আয়োজিত উৎসবে বিভিন্ন পাড়া মহল্লায় নারী পুরুষ ও শিশুদের অংশগ্রহণে  সপ্তাহব্যাপী এ  উৎসব প্রথম দিন সমাপ্ত করা হয়েছে। গুরু মারাং বলেন,  এতে সনাতনী ৩৬ জাতির মধ্যে সাঁওতাল সম্প্রদায়ের কিস্কু, মুর্ম্মু, হেম্রম এবং হাঁসদাসহ ১২টি গোত্রের লোকেরা অংশ নিয়েছে।

প্রথম দিনের আয়োাজন গতকাল বুধবার রাত সাড়ে বারোটা পর্যন্ত অংশগ্রহণকারী নারী-পুরুষ শিশুদের ভরিভোজ ঢাকঢোল বাদ্য বাজনা নাচগানে মেতে উৎসব পালন করে।

অংশগ্রহণকারীরা বলছেন, সৃষ্টিকর্তার সন্তুুটির জন্য প্রতি বছরের পৌষ মাসের শেষ সংক্রান্তিতে সহরায় উৎসবে আনন্দ উল্লাসে মাতে তারা ।

পঞ্জিকের হিসাব অনুযায়ী, গতকাল বুধবার পৌষ মাসের শেষ দিন ছিল।পৌষ মাসের শেষ দিনকে বিদায় জানাতে তারা এইসব পালন করেছেন। আজ বৃহস্পতিবার থেকে বাংলা মাঘ মাসের শুরু এই মাসকে বরণ করতে তারা সপ্তাহব্যাপী বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে উৎসব উদযাপন করবেন।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন