বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

শুটিং সেটে প্রেম, অবশেষে বিয়ে করলেন শ্বেতা-রুবেল

প্রকাশিত - ২০ জানুয়ারি, ২০২৫   ১২:০৪ এএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : অনেক তারকাদের প্রেমের সূত্রপাত হয় শুটিং সেট থেকেই। এরপর কিছু সম্পর্ক ভেঙে যায় আর কয়েকটি সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। এমনই এক জুটি শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। তাদের দুজনকে বর-কনের বেশে একসঙ্গে দেখেছে দর্শক। তবে এবার শুটিং সেটে নয় বাস্তবে বিয়ে করলেন জনপ্রিয় এই জুটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল তাদের বিয়ের ছবি। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, রোববার (১৯ জানুয়ারি) বিয়ে করেছেন শ্বেতা ও রুবেল। সন্ধ্যা ৭টায় ছিল তাদের বিয়ের লগ্ন। বিয়ে হয়েছে বৈদিক মতে। এ সময় পরিবারের সদস্যদের সং এউপ্সথিত ছিলেন তাদের কাছের বন্ধুরা।

জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’র সেটে প্রথম আলাপ শ্বেতা ভট্টাচার্য এবং দাসের। সেই ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন দুজনে। কিন্তু ধারাবাহিকে নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে পরস্পরকে মন দিয়ে ফেলেছেন। সেটা অনেক দিন পর্যন্ত আড়ালেই রেখেছিলেন রুবেল-শ্বেতা। শুরুর দিকে প্রেমের কথা প্রকাশ্যে আনেননি দুজনের কেউই। তবে ইন্ডাস্ট্রিতে প্রেমের খবর যে চাপা থাকে না। শ্বেতা এবং রুবেল মুখে কিছু না বললেও, অনুমান যে ভুল নয় তা প্রমাণ হয়ে যায় কয়েক মাস পরেই।

গত বছর মাঝামাঝি সময় থেকেই বিয়ের জল্পনা শুরু হয়েছিল। কিন্তু বিয়ের তারিখ নিয়ে দুজনের মুখ খোলেননি কেউই। তবে সমস্ত গুঞ্জনে জল ঢেলে বিয়ে করলেন তারা।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন