বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo
জ্যামাইকাকে উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলা

কোপার শেষ আট নিশ্চিত করলো ইকুয়েডর

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৪   ১২:৪১ এএম
webnews24

প্রভাত ডেস্ক : মেক্সিকোর সাথে গোলশুন্য ড্র করে গ্রুপ-বি’র দ্বিতীয় দল হিসেবে কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত করেছে ইকুয়েডর। দিনের আরেক ম্যাচে জ্যামাইককে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ভেনেজুয়েলা।
 
শেষ আট নিশ্চিতে আরিজোয়ানার গ্লেনডেলের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ইকুয়েডরের মাত্র এক পয়েন্ট যথেষ্ঠ ছিল। গোল ব্যবধানে এগিয়ে ইকুয়েডর মেক্সিকোকে বিদায় করেছে। কালকের ম্যাচে শেষভাগে একের পর আক্রমন করেও কাঙ্খিত গোলের দেখা পায়নি মেক্সিকো। ৭১ মিনিটে ইয়োহান ভাসকুয়েজের শট দারুন দক্ষতায় রুনে দেন ইকুয়েডরের গোলরক্ষক আলেক্সান্দার ডোমিনগুয়েচ। ছয় মিনিট পর সান্তিয়াগো জিমিনেজের শট পোস্টে লেগে ফেরত আসে। যোগ হওয়া আট মিনিটে ছিল নাটকীয়তা পরিপূর্ণ।
 
গুয়াতেমালার রেফারি মারিও এসকোবার পেনাল্টি বক্সের মধ্যে গুইলারমো মার্টিনেজকে ফাউলের অপরাধে ফেলিক্স তোরেসের বিপক্ষে মেক্সিকোকে পেনাল্টি উপহার দেন। কিন্তু ভিএআর রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে মার্টিনেজকে চ্যালেঞ্জ করতে গিয়ে তোরেস  বলে পা লাগিয়েছেন। ফলে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।আগামী বৃহস্পতিবার হিউস্টনে  কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের প্রতিপক্ষ গ্রুপ-এ বিজয়ী আর্জেন্টিনা। এদিকে ভেনেজুয়েলা শুক্রবার আর্লিংটনে শেষ আটে লড়বে গ্রুপ-এ রানার্স-আপ কানাডার বিপক্ষে।
 
প্রথম দুই ম্যাচে ইকুয়েডর ও মেক্সিকোকে পরাজিত করে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ভেনেজুয়েলা শতভাগ জয়ের লক্ষ্য নিয়ে জ্যামাইকার মুখোমুখি হয়েছিল। এডুয়ার বেলো ৪৯ মিনিটে ভেনেজুয়েলাকে এগিয় দেন। জন আরামবুরুর নিখুঁত ক্রস থেকে অসাধারণ ফিনিশিংয়ে বেলো প্রথম গোল করেন। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন অভিজ্ঞ স্ট্রাইকার সালোমন রনডন। ইয়ানগেল হেরেরার থ্রু বলে লো ফিনিশে জ্যামাইকান গোলরক্ষক জাহমালি ওয়েইটকে তিনি পরাস্ত করেন। ৮৫ মিনিটে কারভিন আনড্রাডের এ্যাসিস্টে এরিক রামিরেজ ভেনেজুয়েলার হয়ে তৃতীয় গোলটি করেন।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন