বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

বিশ্বকাপ ক্রিকেট নানামুখী গেল্প

প্রকাশিত - ১৪ জুন, ২০২৪   ০২:০২ পিএম
webnews24

মেজর চাকলাদার (অব) :  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাহমুদুল্লাহ ২৭ বলে ২০ রানে অপরাজিত এবং বাংলাদেশ চার রানে পরাজিত। এটা টেস্ট খেলা নয় , এ খেলা টাতে জিতলে সুপার আটে আমরা নিশ্চিত থাকতাম। কিন্তু অংক পরীক্ষার অতিরিক্ত ধৈর্য্য আমরা ম্যাচ এবং সুপার আটে যাবার সম্ভাবনা তালগোল পাকিয়ে ফেললাম। 
ওপেনিং এ আমার ‘ক্লিক’ করতে পারছিনা, লিটন দাস, সৌম্য সরকার, দলীয় অধিনায়ক শান্ত সব্বাই দেশবাসিকে সন্তুষ্ঠ করতে ব্যর্থ। 
সুপার আটে বাংলাদেশ যাবে তবে পাকিস্তান যাবে কিনা তা নির্ভর করছে বহু কিন্তুর উপর।

পাকিস্তানের রান রেট ০.১৯১ আর ইউএসএর রান রেট ০.১২৭ তবে পয়েন্টে পিছিয়ে রয়েছে পাকিস্তান। এই মুহূর্তে আয়ারল্যান্ড হল অগতির গতি।

১) আয়ারল্যন্ডের সাথে পাকিস্তানের জিততে হবে।
২) আবার আয়ারল্যান্ডের সাথে ইউএসএ র হারতে হবে।
৩) ইউএসএ র খেলাতে বৃষ্টি হবে না।

বৃষ্টি হলে পয়েন্ট এক করে ভাগাভাগি হবে আর ইউএসএ এক পয়েন্ট পেলেই সুপার আটে চলে যাবে। ইংল্যান্ড ও পাকিস্তানের মতন মাইনকাচিপায়, তাদের শেষ দুটো খেলা জিততে হব, শুধু তাইই নয় স্কটল্যান্ডকে হারতে হবে অস্ট্রেলিয়ার কাছেও। স্কটল্যান্ডের রানরেট ২.৬৪ আর ইংল্যান্ডের রানরেট - ১.৮ । টেস্ট খেলুড়ে দেশ নিউজিল্যান্ড আর শ্রীলংকার শেষ আটে যাবার হিসাব কিতাব শেষ।

এ বিশ্বকাপে আম্পায়াররা বিভিন্ন ডিসিশনে আলোচিত এবং সমালোচিতও। আমাদের ক্রিকেটে পরিবর্তন জরুরি। এরা ‘ক্যান্সারে’ আক্রান্ত তাই আর ওষুধে কুলাচ্ছে না, অপারেশন দরকার। ক্রিকেটের ব্রান্ড এ্যাম্বেসেডর সাকিব আল হাসান এখন হাতির দাঁত আইভরি, বহুত মূল্যবান তবে শুধু দেখার জন্য, এই দাঁত দিয়া হাতি চাবাতেও পারে না। সাকিব এখন ,শো-রুম এর ডিসপ্লেতে ই মানায়। তবে শেষ ম্যাচে ডাচদের বিপক্ষে সাকিব বোলিংয়ে না পেলেও ব্যাটিংয়ে ছন্দ খুঁজে পেয়েছেন। যা ছিল দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই এত সুপার এইটে যাওয়ার পথটা সমৃণ হয়েছে।

বিশ্বকাপ শেষে দেশের ক্রিকেটের আমূল পরিবর্তন চাইব। 
মহামানবের মহাবেদনার আজি মহাউথ্থান
উর্দ্ধে হাসিছে ভগবান, নিচে কাপিতেছে শয়তান।

ফলের দায়দায়িত্ব নিয়ে কর্তাদের জনতার বিচারের সামনে আসতেই হবে।

লেখক : সাবেক হকি অধিনায়ক জাতীয় দল, জাতীয় পুরস্কার জয়ী এবং কলামিস্ট

প্রভাত/আসো
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন