বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

নারী ও শিশুর অধিকার সুরক্ষায় কাজ করার আহ্বান ইউজিসি’র

প্রকাশিত - ১৬ জানুয়ারি, ২০২৫   ১১:১৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন :  নারী ও শিশুর প্রতি বিদ্যমান নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং তাদের অধিকার সুরক্ষায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাজ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বুধবার সাভারের ব্র্যাক সিডিএমে একটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এ আহ্বান জানান।

ইউনিসেফ ও ইউজিসি যৌথভাবে ‘সামাজিক ও আচরণগত পরিবর্তন (এসবিসি) বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণ আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।

ইউজিসি'র ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ডিভিশনের (আইসিডি) পরিচালক জেসমিন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিসেফ-এর এসবিসি সেকশন প্রধান ব্রিজেট জব-জনসন ও প্রোগ্রাম ম্যানেজার বদরুল হাসান।

ইউজিসি সদস্য প্রফেসর মাছুমা হাবিব বলেন, সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আচরণ পরিবর্তনে অর্জিত জ্ঞান ও দক্ষতা শ্রেণিকক্ষে প্রয়োগে তিনি শিক্ষকদের আহবান জানান।

উল্লেখ্য, ইউনিসেফ ও ইউজিসি’র যৌথ উদ্যোগে এসবিসি কার্যক্রমের আওতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে আচরণ বিজ্ঞান বিষয়ে গবেষণা পরিচালনা, কারিকুলাম ও নীতিমালা প্রণয়ন, ফেলোশিপ প্রদান, স্বল্প মেয়াদি কোর্স চালু, প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন করা হবে ।

ইউজিসি'র রিসার্চ এন্ড গার্মেন্টস ম্যানেজমেন্ট ডিভিশনের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে ২০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন