বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত - ১৬ জানুয়ারি, ২০২৫   ০১:২২ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন :  ‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই’ স্লোগানকে প্রতিপাদ্য করে টাঙ্গাইলে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৫।

বুধবার সকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, জেলা শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন, জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান, ক্রীড়া সংগঠক শাহ আজিজ তালুকদার বাপ্পিসহ ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বালক ও বালিকা দু’টি বিভাগেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২০ জানুয়ারি।
২৪ঘন্টা/এআর
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন