বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

ছত্তিশগড়ে সংঘর্ষে ৪ মাওবাদী ও এক পুলিশ নিহত

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৫   ০৯:৩১ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : ছত্তিশগড়ে রোববার ভারতীয় নিরাপত্তা বাহিনী ও মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত চারজন মাওবাদী গেরিলা এবং এক পুলিশ সদস্য নিহত হয়েছে। নয়াদিল্লি থেকে এএফপি’র খবরে এ কথা জানানো হয়।  

১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি গ্রাম থেকে নকশাল বিদ্রোহের শুরুর পর থেকে গত কয়েক দশকে ভারতে মাওবাদী তৎপরতায় দশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এই নকশাল বিদ্রোহ ছিল চীনপন্থি মাওবাদী কমিউনিস্টদের বিদ্রোহ।  

ভারতীয় নিরাপত্তা বাহিনী মাওবাদীদের নিঃশেষ করতে গত বছর থেকে অভিযান জোরদার করেছে। যেসব অভিযানে  ২০২৪ সালে দেশটিতে ২৮৭ জন মাওবাদী গেরিলা নিহত হয়।

ছত্তিশগড়ের আইজিপি সুন্দারাজ বলেছেন, শনিবার ভোরে মাওবাদীদের নিয়ন্ত্রিত ছত্তিশগড়ের আবুজমারহ জেলায় এই সংঘর্ষ শুরু হয়। পুলিশের সাথে গোলাগুলিতে যেখানে চারজন মাওবাদী গেরিলা নিহত হয়। একজন পুলিশ সদস্যও প্রাণ হারায়। গত বছরে সন্দেহভাজন প্রায় ১,০০০ নকশালকে (মাওবাদী) গ্রেফতার করা হয়। এ সময় ৮৩৭ জন আত্মসমর্পণ করে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন