বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

হাথুরুসিংহের চুক্তি আর নবায়ন করবে না বিসিবি!

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৪   ০৮:৪৯ পিএম
webnews24

প্রভাত স্পোর্টস : ফারুক আহমেদ নতুন বোর্ড সভাপতি হওয়ায় ধরেই নেয়া হচ্ছে, বাংলাদেশ দলের কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি এরপর আর নবায়ন করবে না বিসিবি। শ্রীলঙ্কান এই কোচ চুক্তির বাকি ছয় মাস শেষ করে যেতে পারবেন কি না, সেটাই বরং প্রশ্ন। বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ পরিষ্কার করে দিয়েছেন, ব্যক্তিগতভাবে হাথুরুসিংহের ব্যাপারে তিনি আগের অবস্থানে অটল। আগের অবস্থান কী, সেটাও কারও অজানা থাকার কথা নয়। ২০১৬ সালে দল নির্বাচনপ্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে প্রধান নির্বাচকের পদ থেকে সরে যান ফারুক। এরপর তিনি যতবারই বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলেছেন, প্রায় ততবারই হাথুরুসিংহের সমালোচনা করেছেন। বাংলাদেশের কোচ হিসেবে এই শ্রীলঙ্কানের অযোগ্যতা তুলে ধরেছেন।
কিন্তু বিসিবির বাইরে থেকে কথা বলা একরকম, বিসিবির অংশ হয়ে, বিশেষ করে বিসিবি প্রধানের চেয়ারে বসে কথা বলা আরেক রকম। দায়িত্ব পাওয়ার পর ২১ আগস্টের সংবাদ সম্মলনে ফারুক তাই এ–ও বলেছেন, হাথুরুসিংহেকে বাদ দেয়ার আগে তাঁর সঙ্গে বিসিবির চুক্তিতে কী আছে, সেটা দেখবেন। কথা বলবেন অন্য পরিচালকদের সঙ্গে।
তবে এমন নয় যে ফারুক আহমেদ বোর্ড সভাপতি হয়ে আসার পরই হঠাৎ করে হাথুরুসিংহের বিদায় নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিসিবির বাইরে তো এই দাবি অনেক আগে থেকেই আছে এবং জানা যাচ্ছে, নাজমুল হাসানের বোর্ডেও সেটা বেশ জোরালোভাবেই ছিল। তবে আলোচনাটা চাপা পড়ে গিয়েছিল সাবেক সভাপতির ইচ্ছার নিচে।
সূত্র জানিয়েছে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে নাজমুল হাসানের বোর্ডের বলতে গেলে সব পরিচালকই চেয়েছেন, প্রয়োজনে ক্ষতিপূরণ দিয়ে হলেও হাথুরুসিংহের চুক্তি বাতিল করা হোক। বর্তমানে আয়কর ছাড়াই হাথুরুসিংহে মাসে পান ২৫ হাজার ডলার, ৩০ শতাংশ করসহ (বিসিবি প্রদান করে) তাঁর মাসিক বেতন দাঁড়ায় ৩৫ হাজার ডলারের ওপরে। চুক্তি অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগে বিদায় করলে ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের বেতন দিতে হবে হাথুরুসিংহেকে।
বিসিবির পরিচালকেরা এই ক্ষতি মেনেও হাথুরুসিংহেকে বাদ দিতে চেয়েছিলেন মূলত খেলোয়াড়দের সঙ্গে তাঁর রুঢ় আচরণ, দলে অগ্রহণযোগ্যতা এবং কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে দূরত্বের কারণে। ২০২৩ বিশ্বকাপকে কেন্দ্র করে ঘটা কিছু অনভিপ্রেত ঘটনা জোরালো ভূমিকা রেখেছে পরিচালকদের এমন ইচ্ছায়। তারপরও হাথুরুসিংহে বাংলাদেশ দলের কোচ থেকে গেছেন নাজমুল হাসান তাঁর পক্ষে থাকায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি পরিচালক বলেছেন, ‘২০২৩ বিশ্বকাপের পর হাথুরুসিংহে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত দল নিয়ে কিছু পরিকল্পনা দিয়েছিলেন বোর্ডকে। জাতীয় দল নিয়ে এমন দীর্ঘমেয়াদি পরিকল্পনা অতীতে কোনো কোচ দেননি। সভাপতি সে কারণেই চেয়েছেন হাথুরুসিংহে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত থাকুন। তা ছাড়া সভাপতি মনে করতেন, চুক্তির মাঝপথে কোচ বিদায় খারাপ উদাহরণ হবে।’
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন