বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

প্রিমিয়ার লিগে দল পাননি জামাল

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৪   ০৮:১৭ পিএম
webnews24

প্রভাত স্পোর্টস  : জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়ার গত মৌসুমের মতো এবারও আবাহনীতে খেলার গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত তাকে নিবন্ধন করায়নি কোনো দল। বাফুফের অনুরোধে তিন দিন বাড়ানোর পর শেষ হয়েছে ২০২৪-২৫ মৌসুমের জন্য প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর দলবদলের সময়।
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দলে টেনেছে ডিআর কঙ্গো বংশোদ্ভূত ফরাসি উইঙ্গার জারেড খাসাকে। ২৬ বছর বয়সী খাসা ক্লাব ক্যারিয়ারে অনেকটা সময় কাটিয়েছেন সুইজারল্যান্ডের লিগে। সবশেষ তিনি খেলেছেন ইউক্রেইনের দল কারপাতি লভিভে। তাছাড়া তারা দলে টেনেছে শেখ জামালের তরুণ ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। কিংস ছেড়ে যাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম তৌহিদুল আলম সবুজ, বিপলু আহমেদ, মতিন মিয়া ও ইয়াসিন আরাফাত। সুলেমানে দিয়াবাতে, মুজাফ্ফর মুজাফ্ফরভ, ইমানুয়েল সানডে, ইমানুয়েল টনিদেরকে ধরে রেখেছে গত মৌসুমে লিগে রানার্সআপ হওয়া মোহামেডান। চলে যাওয়া শাহরিয়ার ইমন,হাসান মুরাদদের জায়গায় তারা নিয়েছে রিয়াদুল ইসলাম রাফি, রহিম উদ্দিনদের।
স্থানীয়দের নিয়ে দল গড়েছে আবাহনী। সব বিদেশি খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে তারা। মোট ৩২ জন খেলোয়াড়ের নিবন্ধন করিয়েছে আবাহনী। এদের মধ্যে ২১ জনের নিবন্ধন তারা আগেই করিয়েছিল। শেষ দিনে এসে মোহাম্মদ ইব্রাহিম, মিরাজ প্রধান, সুমন রেজা, আসাদুল মোল্লা, আমিনুর রহমান সজীবসহ ১১ জনের নিবন্ধন সেরেছে তারা। শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানম-ি ক্লাব দলবদলে অংশ নেয়নি। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে দলগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত।a

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন