বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

টাকা বেশি পেলে অভিনয় করবেন রাহুল দ্রাবিড়

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৪   ০৮:১৫ পিএম
webnews24

প্রভাত স্পোর্টস  : ভারতের ক্রিকেটে 'দ্য ওয়াল' বলা হয় রাহুল দ্রাবিড়কে। মূলত ব্যাটিংয়ের ধরনের কারণেই তাকে আদর করে ভক্তরা এমন বিশেষণ দিয়েছিলেন। তবে দ্রাবিড়ের ব্যক্তিত্বের সঙ্গেও এর একটা মিল ছিল। কখনো খুব বেশি উদযাপন কিংবা উল্লাস করতে দেখা যেতো না ক্রিকেটার দ্রাবিড়কে, বরাবরই সংযত থাকতে পছন্দ করতেন তিনি। অথচ দ্রাবিড়ের মধ্যেও যে কৌতুকপ্রিয় সত্ত্বা লুকিয়ে আছে সেটা কজনই বা জানতেন! এবার যেন সেই রূপই দেখা গেল তার। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাস্য-রসে মেতেছেন তিনি। দ্রাবিড়ের আত্মজীবনী নিয়ে তৈরি হতে যাওয়া সিনেমায় তিনি নিজে নামভূমিকায় অভিনয় করবেন কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ভারতের সাবেক প্রধান কোচ বলেছেন, টাকার অঙ্কটা বেশি হলে অভিনয় করতে তার আপত্তি নেই!
গতকাল সিয়াট ক্রিকেট অ্যাওয়ার্ডসে গিয়েছিলেন দ্রাবিড়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে দ্রাবিড় বলেছেন, ‘টাকার অঙ্কটা যদি ভালো হয়, আমি এই ভূমিকায় অভিনয় করব। সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেই দলের প্রধান কোচ ছিলেন দ্রাবিড়। কোচ হিসেবে শিরোপা জয় নিয়ে তিনি বলেছেন, ‘সত্যি বলতে কী, আমি ভিন্ন কিছু করতে চাইনি। ওয়ানডে বিশ্বকাপে আমাদের দারুণ একটা অভিযান কেটেছে। আগে আমরা যে শক্তি আর উৎসাহ নিয়ে এগিয়েছি, সেই একইভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্য ছিল দলের। এরপর আমরা ভাগ্যের সামান্য ছোঁয়া পাওয়ার আশায় ছিলাম।’


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন