বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

‘ব্যাড গার্লস’-এ নিঝুম রুবিনা

প্রকাশিত - ১৩ মে, ২০২৪   ০২:২১ পিএম
webnews24

চিত্রনায়িকা নিঝুম রুবিনা এবার ওয়েব সিরিজে নাম লেখালেন। ‘ব্যাড গার্লস’ নামে এই ওয়েব সিরিজের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনুরূপ আইচ। পরিচালনা করেছেন সেলিম রেজা। ইমরান সরকারের প্রযোজনায় সিনেটেক ওটিটি প্লাটফর্ম ও সিনেটেক ইউটিউবের জন্য বানানো হচ্ছে সিরিজটি।

সেলিম রেজা বলেন, ‘বর্তমান সমাজের বাস্তবতা ও নানা বিষয় নিয়ে অনুরূপ আইচ সুন্দরভাবে ‘ব্যাড গার্লস’র গল্প ও সংলাপ লিখেছেন। মেয়েদের নানা প্রতিবন্ধকতার পাশাপাশি অন্ধকার নানা গলির চিত্র তুলে ধরা হয়েছে।  

বিভিন্ন চরি্ত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, তানিন সুবাহ, আমান রেজা, সাইফ খান প্রমূখ। দুটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দুই খলনায়ক শিবা সানু ও ডন।

এদিকে শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে নিঝুম রুবিনার ‘সংসার’। অপূর্ব রানা পরিচালিত এ সিনেমায় সাইমন সাদিকের বিপরীতে দেখা যাবে তাকে। এ ছাড়া রাহুল রওশন পরিচালিত ‘জানরে’ সিনেমায় শিপন মিত্রের সঙ্গে দেখা যাবে এই নায়িকাকে। এই নির্মাতার ‘বেসামাল’ সিনেমাটিও মুক্তির তালিকায় রয়েছে। এ সিনেমায় রিয়াসাদ শুভর সঙ্গে জুটি বেঁধেছেন নিঝুম রুবিনা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মুখ খুললেন অসুস্থতা নিয়ে