বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo
মুখ খুললেন অসুস্থতা নিয়ে

গুজব উড়িয়ে দিলেন গায়িকা মোনালি ঠাকুর

প্রকাশিত - ২৩ জানুয়ারি, ২০২৫   ১১:৩৭ পিএম
webnews24



২৪ ঘন্টা অনলাইন : দু’দিন আগেই খবর ছড়িয়ে পড়ে যে, মঞ্চে গান করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। গত ২১ জানুয়ারি কোচবিহারের দিনহাটায় গানের অনুষ্ঠান ছিল। সেখানেই মঞ্চে পারফর্ম করতে গিয়ে নাকি অসুস্থ হয়ে পড়েন গায়িকা।

মোনালি ঠাকুর নাকি বেসরকারি একটি হাসপাতালে ভর্তি, এমন খবরও ছড়িয়ে পড়ে। এরপরই উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে থাকেন নেটিজেনরা। যা দৃষ্টি এড়ায়নি গায়িকার। তাইতো এবার বিষয়টি নিয়ে সরাসরি নিজেই কথা বললেন তিনি।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মোনালি ঠাকুর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি স্পষ্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, আমি মোটেও হাসপাতালে ভর্তি হইনি। আমার কোনো শ্বাসকষ্টের সমস্যাও হয়নি। আপনারা কোনো ভিত্তিহীন খবর বিশ্বাস করবেন না।

মোনালি ঠাকুর লিখেছেন, আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই যে, আমি মোটেও শ্বাসকষ্টে ভুগছি না। কোনো হাসপাতালেও ভর্তি ছিলাম না। এসব মিথ্যা রটনা। আসলে ভাইরাল জ্বর হওয়ার পর ঠিকঠাক বিশ্রাম নিতে পারিনি। এ কারণে অসহ্য সাইনাস ও মাইগ্রেনের ব্যথা শুরু হয়। বিমানে উঠেই অসুস্থ বোধ শুরু করেছিলাম।

এ গায়িকা আরও জানান, বর্তমানে মুম্বাই রয়েছেন তিনি। সেখানে চিকিৎসা চলছে তার এবং পুরোপুরি বিশ্রামে রয়েছেন। তার ভাষ্যমতে―আমি সেরে উঠেছি। আশা করি শিগগিরই সুস্থ হয়ে উঠব। দয়া করে বিষয়টি নিয়ে আর জলঘোলা করবেন না। কথা বলার মতো আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। আপনাদের সবার এত উদ্বেগ, ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মুখ খুললেন অসুস্থতা নিয়ে