শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১
Proval Logo

শ্রেয়া ঘোষালের সাথে রিজভী ওয়াহিদ

প্রকাশিত - ১৩ মে, ২০২৪   ০২:১৮ পিএম
webnews24

বাংলা আধুনিক গানে প্রেমের গানের শিল্পী বলা যায় তাকে। নাম রিজভী ওয়াহিদ। একাধিক দ্বৈত গানে তাকে দেখা গিয়েছে। এবং সেগুলো দারুণ জনপ্রিয়তাও পেয়েছে। বাংলাদেশসহ কলকাতার একাধিক কণ্ঠশিল্পীর সাথে রিজভী ওয়াহিদের গান মুক্তি পেয়েছে এরই  ভেতরে। রিজভী বলেন, ‘প্রেমের গানটা মূলত শ্বাশত। দেখুন আমরা তো ভালোবাসাটাই ছড়াতে চাই। তাই আমি মনে করি প্রেম-বিরহের মেলোডিটা চিরকাল থেকে যাবে। আমি আমার বাবার প্রজন্মেও দেখেছি, ঘুরে ফিরে তারা প্রেমের গানের শ্রোতা হয়েই জীবন কাটিয়েছেন। আর শ্রোতা হিসেবে আমার মিষ্টি প্রেমের দ্বৈত গান শুনতেও ভালো লাগে।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নতুন গানে অনুপস্থিত কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদ। সর্বশেষ ধ্রুব মিউজিকের ব্যানারে তার নতুন গান রিলিজ পেয়েছিল। রিজভী ওয়াহিদ বলেন, ‘আমার শিল্পী জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো কিংবদন্তি সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের স্নেহ সান্নিধ্য পাওয়া। তিনি আমার জন্য বেশ কিছু সুর করে গেছেন। যা এখনো আনরিলিজ। সেগুলো মুক্তি দেবো।’

তবে এই গানগুলিও দ্বৈত হবে কিনা এমন প্রশ্নে রিজভী বলেন, ‘সবগুলোই যে দ্বৈত হবে এমন কথা নেই। তবে  কিছু দ্বৈত গান করার ইচ্ছে আছে।’ শুভমিতা, লগ্নজিতা থেকে শুরু করে বাংলাদেশের একাধিক শিল্পীর সাথে ডুয়েট গেয়েছেন রিজভী ওয়াহিদ। নতুন কার সাথে রিজভী ডুয়েট গানের প্ল্যান করছেন এমন প্রশ্নে বলেন, ‘ইচ্ছে আছে শ্রেয়া ঘোষালের সাথে একটি ডুয়েট গাইবার। আশা করছি একটা দারুণ ট্র্যাকে প্রিয় শিল্পীর সাথে একটি গান প্রকাশ করতে পারবো। দেখা যাক।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মুখ খুললেন অসুস্থতা নিয়ে