বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

হাইতির উদ্দেশ্যে কেনিয়া ত্যাগ করেছেন আরো ২শ’পুলিশ

প্রকাশিত - ১৬ জুলাই, ২০২৪   ১১:৩০ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : হাইতিতে চলা সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে জাতিসংঘ মিশনে কেনিয়ার আরো দু’শো পুলিশ যোগ দিচ্ছে। তারা হাইতির উদ্দেশ্যে ইতোমধ্যে কেনিয়া ত্যাগ করেছে বলে মঙ্গলবার সিনিয়র পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, আমাদের দু’শো পুলিশ হাইতির উদ্দেশ্যে গত রাতে কেনিয়া ত্যাগ করেছে। আমাদের যেসব সহকর্মী ইতোমধ্যে হাইতিতে কাজ করছে তারা তাদের সাথে যোগ দেবে।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন