বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

কোপার ফাইনাল রাঙিয়ে তুললেন শাকিরা

প্রকাশিত - ১৫ জুলাই, ২০২৪   ০৬:০১ পিএম
webnews24

প্রভাত বিনোদন : যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গতকাল সকালে কোপার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-কলম্বিয়া। খেলায় কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। খেলা ছাড়াও ফাইনালের অন্যতম আকর্ষণ ছিল মাঝবিরতিতে কলম্বিয়ার গায়িকা শাকিরার পারফরম্যান্স। 
যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রীড়া আসরের ফাইনালের মাঝবিরতিতে জমকালো আয়োজন হরহামেশাই দেখা যায়। দেশটির জাতীয় ফুটবল লিগের (এনএফএল) চ্যাম্পিয়নশিপ ম্যাচ হিসেবে পরিচিত সুপার বোলে তো এ ধরনের আয়োজন রীতি হয়ে দাঁড়িয়েছে। এবার কোপা আমেরিকার ফাইনালের বিরতিতে পারফর্ম করেন শাকিরা। ফুটবলের সঙ্গে শাকিরার সম্পর্ক পুরোনো। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের থিম সং ওয়াকা ওয়াকাও ছিল তাঁরই গাওয়া। সেবার স্টেডিয়ামে তাঁর পারফরম্যান্সের কথা মনে রেখেছেন অনেক দর্শক। এবারও কোপার ফাইনালে মনে রাখার মতোই পারফরম্যান্স উপহার দিয়েছেন শাকিরা। দুঃখের ব্যাপার একটাই, তাঁর দেশ কলম্বিয়া ফাইনালে হরে গেছে। গতকাল হিপস ডোন্ট লাই, ওয়াকা ওয়াকাসহ জনপ্রিয় কয়েকটি গান গেয়ে শোনান শাকিরা। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন