বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

ভারতে ট্যাঙ্কারের সাথে বাসের ধাক্কা : নিহত ১৮

প্রকাশিত - ১১ জুলাই, ২০২৪   ১২:৩০ এএম
webnews24

প্রভাত ডেস্ক  : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে বুধবার ভোরে দুগ্ধবাহী এক ট্যাঙ্কারের সাথে একটি বাসের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। জেলা পুলিশ প্রধানের কার্যালয় থেকে জুলফিকার আলী এএফপিকে বলেন, ‘বাসটি পেছন থেকে ট্যাঙ্কারকে ধাক্কা দেয়, এতে ১৮ জন নিহত ও ১৯ জন আহত হয়।’

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনাকে ‘হৃদয় বিদারক’ বলে অভিহিত করেছেন। সম্প্রচার কেন্দ্র এনডিটিভি পরিবেশিত খবরে বলা হয়,বাসটি ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্য থেকে রাজধানী নয়াদিল্লির দিকে যাচ্ছিল। দুর্বল ব্যবস্থাপনা এবং আইন মেনে গাড়ি না চালানোয় ভারতে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৬৮,০০০ জন নিহত হয়েছে।গত মে মাসে ভারত শাসিত কাশ্মীরে একটি বাস গভীর খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ২১ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন