বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

‘দেশভাগ নিয়ে কথা বলতেন না সুচিত্রা সেন’

প্রকাশিত - ০৬ জুলাই, ২০২৪   ১১:৩১ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : টলিউড অভিনেত্রী রাইমা সেনের একটি পরিচয় হচ্ছে তিনি মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি। সুচিত্রা সেন দেশভাগ দেখেছেন আর রাইমা সেন দেশভাগ নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করছেন।

টলিউডে দেশভাগ নিয়ে সিনেমা নির্মাণ করেছেন বিজয় ইয়ালকান্তি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন। পরিচালক জানিয়েছেন, দেশভাগের অপ্রকাশিত ঘটনাগুলো দেখা যাবে এই সিনেমাতে। সিনেমার নাম ‘মা কালি’।

রাইমা সেনের নানি মহানায়িকা সুচিত্রা সেন বাংলাদেশের মেয়ে। দেশভাগের ফলে পরিবারের সঙ্গে চলে গিয়েছিলেন ভারতে। পরবর্তীতে হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা। পারিবারিক সূত্রে এই মহানায়িকার কাছাকাছি থাকার সুযোগ পেয়েছেন রাইমা সেন। সুচিত্রা সেন তার জন্মভূমি বা দেশভাগ নিয়ে কোনো গল্প শোনাতেন কি না— এই প্রশ্ন করা হয়েছিল রাইমাকে।

রাইমা সেন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমা কিংবা অন্যান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা হতো। কিন্তু কখনো পূর্ববঙ্গ বা দেশভাগ নিয়ে তিনি কিছুই বলতেন না।

রাইমা গণমাধ্যমকে আরও জানিয়েছেন, মা কালি সিনেমাতে অভিনয় করতে গিয়ে তিনি দেশভাগ সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পেরেছেন। এই সিনেমার চিত্রনাট্যে পড়ে নাকি কেঁদেও ফেলেছিলেন এই নায়িকা।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন