বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

টি-টোয়েন্টি এতো ফাস্ট, এখানে কোচিং স্টাফদের সাথে সমন্বয়ের …

প্রকাশিত - ০৩ জুলাই, ২০২৪   ০৮:১৫ পিএম
webnews24

প্রভাত স্পোর্টস : নির্ভর করে আসলে ক্রিকেটের অবস্থাটা কেমন? অনেক ক্ষেত্রে হয়তো দরকারই হবে না, অনেকক্ষেত্রে দরকার হবে। কারণ আমি মনে করি ইন্ডিয়া কিংবা ইংল্যান্ড এইরকম দেশগুলোরক্ষেত্রে কোচিং  স্টাফ না হলেও হয়। আমাদের মতো কিংবা শ্রীলঙ্কার মতো দেশগুলোর জন্য কোচিং স্টাফ একটু বেশির দরকার। আমাদের টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে হয়তো ডমেস্টিকে এতোটা হয় না। যেটা ইন্ডিয়াতে হয়, এটা প্রদেশে হয় এবং আইপিএল হয়। প্রতিটা স্টেটে টুর্নামেন্ট হয়, সব প্লেয়ারটা খেলছে। ইংল্যান্ডের কথা বললাম, ওদের কাউন্টতে একটা টুর্নামেন্ট আছে, আবার হ্যান্ডেড বলের টুর্নামেন্ট আছে, যা ক্লোজ টু টি-টোয়েন্টি। যাদের অনেক খেলা আছে, তাদের কোচিং স্টাফ এতো না হলেও চলবে। যাদের কম খেলা আছে তাদের হয়তো কোচিং বেশি দরকার হয়। 

নাইট রাইডার্সের দলে ব্যাক করছেন?
অবশ্যই ভালো। যেটা আমার কাছে সেকেন্ড হোমের মতো লাগে সব সময়। সবাই নিজেদের লোক, পরিচিত, কোচিং স্টাফ থেকে শুরু করে অফিসিয়াল সবািই। স্বাভাবিক ভাবেই অন্যরকম উত্তেজনা কাজ করেই। আশা করবো সেরাটা দেওয়ার। 

টি-টোয়েন্টিতে ভালো ফ্লোতে ছিলাম, আপনার কাছে ব্যল্থ হওয়ার কারন কি মনে হয়?
আমার কাছে স্লিপ করলাম বলাটা ঠিক হবে না। যেটা হচ্ছে কঠিন ছিলো ব্যাটারদের জন্য। আমিতো দেখিনি অন্য কোন দলে প্রতিটি ম্যাচেই কেউ ধারাবাহিক ভাবে ভালো খেলেছে। বিশ্বকাপে ৮/১০ জন থাকে যারা ধারাবাহিক ভাবে ভালো খেলে। এই বিশ্বকাপে কিন্তু সেটা দেখা যায়নি। ব্যাটাররা এখনে ১/২ ম্যাচ খেলেছে, ওইভাবেই দলগুলো জিতেছে। বোলিং সবাই ভালো করেছে, প্রতিটি দলই। ব্যাটিংয়ে যেটা হয়েছে, যে যেদিন পারফরম্যান্স করেছে, সে দলকে জিতিয়ে নিয়েছে। যেহেতু বড় স্কোরের ম্যাচ ছিলো না, সেক্ষেত্রে এক দুইজনের পারফরম্যান্সে ম্যাচ জেতা সম্ভভ ছিলো। আমরা যে কয়টা জিতেছে, এই/দুইজনের কন্টিবিউশনের কারনেই জিতেছি, যেগুলো হেরেছি সেখানে কারও কন্টিবিউশন ছিলো না। 

সেমিফাইনাল..
ওটা আমাদের জন্য বড় আফসোস। এটা করতে পারলে খুবই ভালো লাগতো। খুব বড় একটা অর্জন হতো। সেই জায়গা থেকে আমাদরে জন্য কিছুটা হলে দুঃখজনক।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন