বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

গাজা থেকে ইসরাইলে ২০টি প্রজেক্টাইল নিক্ষেপ

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৪   ১২:২৯ এএম
webnews24

প্রভাত ডেস্ক :  গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস থেকে সোমবার ফিলিস্তিনীরা ইসরায়েলকে লক্ষ্য করে ২০টির মতো প্রজেক্টাইল ছুঁড়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এ কথা জানিয়েছে।
 
হতাহতের কোন উল্লেখ না করে সেনাবাহিনী বলেছে, খান ইউনুস থেকে আনুমানিক ২০টি প্রজেক্টাইল ছোঁড়া হয়েছে। কিছু প্রজেক্টাইল প্রতিহত করা হয়েছে। কিছু ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত করেছে।
 
ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদি শত্রুর অপরাধের জবাবে তারা দক্ষিণ ইসরায়েলে প্রজেক্টাইল নিক্ষেপ করেছে।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন