বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

বুবলীকে প্রযোজক ইকবালের হুমকি

প্রকাশিত - ৩০ জুন, ২০২৪   ০৭:০০ এএম
webnews24
অনলাইন ডেস্ক

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে নিজের সবশেষ সিনেমা ‘রিভেঞ্জ’-এ কাজ করেছেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। ছবিটি প্রেক্ষাগৃহে ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। 

তবে সিনেমা মুক্তির পর থেকেই নায়িকা ও নির্মাতার দূরত্ব প্রকাশ্যে আসে। যেই দূরত্বের জন্য বুবলীকে দায়ী করে ইকবাল দাবি করেন, সিনেমা মুক্তির পরেও প্রচারণায় আসেননি নায়িকা। নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। 

যে কারণে বুবলীকে নিজের পরবর্তী সিনেমা ‘বিট্রে’ থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ইকবাল। তবে বুবলী দাবি করেন, তিনি নিজেই ওই সিনেমা থেকে সরে এসেছেন। 

কারণ হিসেবে অভিনেত্রী বলেন, ‘আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলবো।’

বুবলীর এই বক্তব্য ভালোভাবে নেননি ইকবাল। এবার নায়িকাকে হুঁশিয়ারি দিয়ে সাবধান করার পাশাপাশি শিল্পী সমিতিতে বুবলীর নামে অভিযোগ জানানোর হুমকিও দিয়েছেন।   

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন