বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

মোদির শপথ অনুষ্ঠানে ৩০ টাকার ওআরএস খেলেন শাহরুখ-মুকেশ

প্রকাশিত - ১১ জুন, ২০২৪   ১১:৫৭ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

প্রভাত বিনোদন : ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে 
আমন্ত্রিত বিদেশি অতিথিরা উপস্থিত হয়েছিলেন। এছাড়াও ছিলেন দেশের 
নামিদামি সব শিল্পপতি। ছিলেন বলিউডের খ্যাতনামা তারকারাও। সেখানে 
সবার নজর কেড়ে নিলেন শাহরুখ ও মুকেশ অম্বানী ও তাদের হাতে থাকা 
ওআরএস। শাহরুখ গিয়েছিলেন নিজের ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে। 
বসেছিলেন মুকেশ অম্বানীর পাশে। দিন কয়েক আগে আইপিএলের খেলা 
চলাকালীন প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। ৯ জুনও গরম নেহাত কম 
ছিল না দিল্লিতে। গরমে নাজেহাল সবাই। তাই গরমের হাত থেকে রক্ষা পেতেই 
দুজনের হাতে দেখা গেল ৩০ টাকা দামের ওরাল রিহাইড্রেশন সল্টস। 
মাঝেমাঝেই ওআরএস দিয়ে গলা ভিজিয়ে নিচ্ছিলেন তারা। তাদের এই ছবি 
সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ইতোমধ্যেই।
উল্লেখ্য, ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নিলেন নরেন্দ্র 
মোদি। ৯ জুন তার শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী 
শেখ হাসিনা। রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে মোদি এবং তার মন্ত্রিসভার সদস্যদের 
শপথগ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÍ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল 
বিক্রমসিঙ্ঘে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং 
তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ 
জুগনাথসহ বিশ্বের বিভিন্ন দেশের অতিথিরা। 
প্রভাত/আসো
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন