বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে শাহরুখ-অক্ষরা

প্রকাশিত - ১০ জুন, ২০২৪   ০৪:১৪ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। ৯ জুন রোববার সন্ধ্যা সোয়া ৭টায় নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ পড়েন তিনি। অতীত ভুলে শপথ অনুষ্ঠানে হাজির হন বলিউড বাদশা শাহরুখ খান। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মাদককাণ্ডের সময় বিজেপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন শাহরুখ ভক্তরা! আরিয়ান খান জেলে থাকাকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নরেন্দ্র মোদিকে দোষারোপ করেছিলেন। তা ছাড়া শাহরুখ অভিনীত পাঠান সিনেমা বিজেপির রোষানলে পড়েছিল। তবে সেসব এখন অতীত। আর অতীত ভুলে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নয়া দিল্লিতে ছুটে যান শাহরুখ খান।

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে শাহরুখ খান ছাড়াও বলিউড ও দক্ষিণী সিনেমার বড় বড় তারকারা উপস্থিত হয়েছেন। এ তালিকায় রয়েছেন— অনুপম খের, অক্ষয় কুমার, রজনীকান্ত, কঙ্গনা রানৌত, অনিল কাপুর, বিক্রান্ত, রাজকুমার হিরানি প্রমুখ। এ অনুষ্ঠানে অক্ষয়-শাহরুখকে বেশ খোশমেজাজে দেখা যায়।

দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে গত বছরের শুরুতে প্রেক্ষাগৃহে ফিরেন শাহরুখ খান। তার রাজকীয় প্রত্যাবর্তন মুগ্ধ করে ভক্তদের। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় তার অভিনীত জওয়ান সিনেমা। এটি মুক্তির পরও বক্স অফিসে ঝড়ে তুলেছিল।
প্রভাত/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন