বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

দীপিকাকে নিজের চতুর্থ স্ত্রী হিসেবে চান সঞ্জয় দত্ত

প্রকাশিত - ০৯ জানুয়ারি, ২০২৫   ১০:৫২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোনকে স্ত্রী হিসেবে পাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ‘মুন্না ভাই’ খ্যাত বলিউড স্টার সঞ্জয় দত্ত। তার এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানামুখী বিতর্ক। একটি অংশ পুরো ‘ধুয়ে দিচ্ছে’ তাকে। আবার অকপট বক্তব্যের জন্য সাধুবাদও জানাচ্ছে কেউ কেউ।

ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেছেন, আমার বয়স আরেকটু কম হলে দীপিকাই আমার চতুর্থ স্ত্রী হতেন।

পুরোদস্তুর বিত্তশালী ও মিডিয়া পরিবারের এই নায়কের আগেরও রয়েছে নানা সমালোচনামূলক কর্মকাণ্ড। জীবনের ছয় বছর জেলে কাটিয়েছেন সঞ্জয় দত্ত। তাঁকে ঘিরে রয়েছে কতশত বিতর্ক, নারীঘটিত গল্প, আইনি জটিলতা। হয়েছেন নায়ক থেকে খলনায়ক। বহু উত্থান-পতনের সাক্ষী বলিউডের সঞ্জুবাবা।

তবে, কর্মজীবন ও ব্যক্তিগত রাখঢাকহীন ব্যক্তিত্বের সোজাসাপটা অগণিত ভক্তও রয়েছে তার।

সঞ্জয় দত্তকে প্রশ্ন করা হয়েছিল, ‘খল নায়ক’ ছবির ‘চোলি কে পিছে’ গানে মাধুরীর পরিবর্তে কাকে দেখতে চান? এই প্রশ্নের উত্তরেই অন্য নায়িকাদের থেকে দীপিকাকে এগিয়ে রাখেন তিনি। অভিনেত্রীর সৌন্দর্যের বর্ণনা দিয়ে সঞ্জয় দত্ত বলেন, আমার বয়স আরেকটু কম হলে দীপিকাই আমার চতুর্থ স্ত্রী হতেন।

যদিও সঞ্জুবাবার এমন ‘রসিকতা’ নেটিজেনদের একাংশ মোটেই ভালো চেখে দেখেননি। প্রকাশ্যেই তার অভিনেতার তীব্র সমালোচনা করেছেন।

কেউ মন্তব্য করেছেন, এ রকমভাবে প্রকাশ্যে বলার স্পর্ধা দেখে হতবাক হচ্ছি! জনসমক্ষে যদি এভাবে কথা বলে, তাহলে ব্যক্তিগত স্তরে এরা কী করে, সেটা ভেবেই অবাক হচ্ছি।

আরেকজন বলেছেন, এটা কী ধরনের মন্তব্য! শুনে মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। কেউ আবার সঞ্জয় দত্তকে ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করেছেন।

নারী, মাদক থেকে শুরু করে সন্ত্রাসের সম্পৃক্ততার অভিযোগে একাধিকবার বিতর্কের শিরোনামে জড়িয়েছেন সঞ্জয় দত্ত। বলিউড পর্দায় রাজকুমার হিরানির ফ্রেমে ‘সঞ্জু’ ছবিতে উঠে এসেছে তার বিতর্কিত জীবন থেকে জেলের দুর্বিষহ অভিজ্ঞতার নানা কাহিনি। বর্তমানে স্ত্রী মান্যতার সঙ্গে দুই সন্তানকে নিয়ে তার সুখের সংসার। তবে দীপিকা পাড়ুকোন সম্পর্কে ‘রসিকতামূলক’ বেফাঁস কথা বলে বিতর্কে জড়াতে হলো তাকে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন