২৪ ঘন্টা অনলাইন : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগ জয়ী হয়েছে।
আজ বুধবার বিকাল ৩টায় অনুষ্ঠিত ফাইনালে সমাজবিজ্ঞান বিভাগ ও এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগ অংশগ্রহণ করে। এতে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দল ১-১ গোলে ড্র করার পর শিরোপা নির্ধারনের জন্য টাইব্রেকারের প্রয়োজন হয়। পেনাল্টিতে এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগ ৪-২ গোলে জয়লাভ করে।
নোবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকের এই ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন। পাশাপাশি রানার্স আপ দলকেও অভিনন্দন এমন একটি চ্যালেঞ্জিং খেলা উপহার দেওয়ার জন্য। ক্রিকেটসহ এরকম অন্যান্য যে খেলা আছে সেগুলো আয়োজনের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের এক্সট্রা ক্যারিকুলাম এক্টিভিটিজ আরো বাড়াতে চাই। তারা যেন পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পারে তার জন্য সর্বাত্নক চেষ্টা করবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন। শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক সঞ্জীব কুমার দে এবং মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে নোবিপ্রবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে গত ১৪ নভেম্বর- ৮ জানুয়ারি পর্যন্ত প্রায় দেড় মাস ধরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। নক আউট পদ্ধতির এই প্রতিযোগিতায় নোবিপ্রবির ৩৩টি বিভাগ অংশ নেয়।
২৪ঘন্টা/এআর