বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

সিজেএফবি বিশেষ সম্মাননা পেলেন সৈয়দ আলমগীর

প্রকাশিত - ৩১ ডিসেম্বর, ২০২৪   ১০:০৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বাংলাদেশের মার্কেটিং জগতের সুপারস্টার হিসেবে পরিচিত সৈয়দ আলমগীরকে বিশেষ সম্মাননা দিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশে (সিজেএফবি)।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিজেএফবি'র ২৩তম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের তারকাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।

সৈয়দ আলমগীরকে বিজ্ঞাপন উদ্ভাবন (অ্যাডভারটাইজিং ইনোভেশন) হিসেবে বিশেষভাবে এই সম্মান প্রদান করা হয়। একজীবনে দেশ বিদেশের বহু সম্মাননায় ভূষিত হয়েছেন সৈয়দ আলমগীর।

সিজেএফবির এই সম্মাননা পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, 'সাংবাদিকরা এই পুরস্কার দিয়ে আমাকে সারপ্রাইজড করেছে। আমি ভীষণভাবে সম্মানিত হয়েছি, কারণ এর আগে টেলিভিশন কর্তৃক মার্কেটিং সুপারস্টার হিসেবে সম্মানিত করা হয়েছিল। কিন্তু এবার জার্নালিস্টরা অ্যাডভারটাইজিং ইনোভেশন হিসেবে সম্মান দিয়েছে। এজন্য ওয়ান্ডারফুল অনুভূতি কাজ করছে।'

তিনি বলেন, 'জুরি বোর্ড থেকে আয়োজক আমাকে সম্মানিত করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। সিজেএফবির আয়োজন অত্যন্ত চমৎকার ছিল। পূর্ণিমা এবং নাঈমের উপস্থাপনাও আমাকে মুগ্ধ করেছে। সিজেএফবি ভিডিও প্রমোতে আমার সম্পর্কে স্টাডি করে যে ভিডিও বানিয়েছিল সেটিও আমাকে সারপ্রাইজড করেছে।'  

সৈয়দ আলমগীর বাংলাদেশের টেলিভিশন বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে নতুন দিগন্তের সূচনা করেন। তার প্রতিটি ভাবনা দেশের পাশাপাশি বিশ্বের কাছে সমাদৃত হয়েছে। পৃথিবীর একাধিক বিশ্ববিদ্যালয়ে তার এসব কর্মযজ্ঞ নিয়ে গবেষণা হয়ে থাকে। এমনকি বিশ্বের মার্কেটিং জগতের তারকাদের মধ্যে তিনি অন্যতম নাম।

ফিলিপ কোটলারের লেখা ‘বিপণনের নীতি’ পাঠ্য বইতে সৈয়দ আলমগীরের চিন্তা ও উদ্ভাবনী নিয়ে রয়েছে পৃথক অধ্যায়। এছাড়া ফিকশন কনটেন্টের প্রোডাক্ট প্লেসমেন্ট কীভাবে বিজ্ঞাপনকে আড়াল করে পণ্য উপস্থাপন করতে পারে সেই ধারণা তিনি শুরু করেছিলেন।  
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন