২৪ ঘন্টা অনলাইন : শিল্পগ্রুপ আরএফএল পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘বিচ ক্লিনিং’ কমসূচি পালন করেছে। মঙ্গলবার সকালে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত এ বিচ ক্লিনিং কর্মসূচিতে আরএফএল গ্রুপের পাঁচ শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত সৈকতে পড়ে থাকা আবর্জনা পরিস্কার করেন।
অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, “দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ হিসেবে আরএফএলের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচী পালন করি। এরই অংশ হিসেবে এবার আমরা আমাদের গর্ব বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচী হাতে নিয়েছি”।
তিনি আরো বলেন, “এ কমসূচীর্র উদ্দেশ্য হচ্ছে কেউ যাতে সমুদ্র সৈকতে ময়লা আবর্জনা না ফেলে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা”।
অনুষ্ঠানে আরএফএল গ্রুপের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কাজে জেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য ওয়েস্ট বিন হস্তান্তর করা হয়। ওয়েস্ট বিন গ্রহণ করেন কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব রায়হান উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব, আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তৌকিরুল ইসলামসহ আরএফএল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৪ঘন্টা/এআর