বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হুথি বিদ্রোহীদের

প্রকাশিত - ৩১ ডিসেম্বর, ২০২৪   ০৯:৫৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন :  ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা মঙ্গলবার ইসরাইলে আরো দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। তারা জানায়, ইসরাইলি সামরিক বাহিনীর উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার কয়েক ঘণ্টা পর তারা এ হামলা চালিয়েছে।

হুথি সামরিক বিবৃতির উদ্ধৃতি দিয়ে সানা থেকে এএফপি জানায়, ‘প্রথম হামলাটি ছিল তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে এবং দ্বিতীয়টি ছিল জেরুজালেমের দক্ষিণে একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে।

বিদ্রোহীরা আরো বলেছে, তারা আমেরিকান বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে হামলা করেছে। তবে এ সম্পর্কে মার্কিন সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সোমবার রাতে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করার আগে গুলি করেছে।
হুথি বিদ্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্রোহীরা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইল এবং লোহিত সাগর ও এডেন উপসাগরের জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

সাম্প্রতিক সময়ে ইসরাইলও কয়েক দফা পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনে। সেখানে হুথিদের কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইসরাইল।

গত সপ্তাহে, ইসরাইলি যুদ্ধবিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিশোধমূলক হামলা চালালে এতে চারজন নিহত হয়। ঘটনাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস একটি ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন