বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

বিশ্বে সবচেয়ে বেশি সম্পদের মালিক ইলন মাস্ক

প্রকাশিত - ১২ ডিসেম্বর, ২০২৪   ০৯:৫৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক হলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহীও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্সে এই তথ্য জানানো হয়েছে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, সম্প্রতি ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের অভ্যন্তরীণ শেয়ার বিক্রির কারণেই মূলত তার সম্পদ বৃদ্ধি পেয়েছে। এতে তার সম্পদে নতুন করে যুক্ত হয়েছেন ৫০ বিলিয়ন মার্কিন ডলার। বেড়েছে স্পেসএক্সের মোট মূল্যমানও। এটি এখন প্রায় সাড়ে ৩০০ বিলিয়ন ডলারের কোম্পানি। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দামও বেড়েছে। সেই সুবাদে মাস্কের মোট সম্পদের পরিমাণ ৪৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা বিশ্বের ইতিহাসে কোনও ব্যক্তির সম্পদের নতুন এক রেকর্ড। এখন তিনি দাঁড়িয়ে আছেন ৪৫০ বিলিয়ন ডলারের দ্বারপ্রান্তে।
গত মাসে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ইলন মাস্কের সম্পদ বাড়তে শুরু করেছে।

ব্লুমবার্গের বিলিয়নেয়ার সূচকে শীর্ষ ধনী মাস্কের পরই আছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ২৪৯ বিলিয়ন ডলার। আর তৃতীয় অবস্থানে আছেন ফেসবুকের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার সম্পদের পরিমাণ ২২৪ বিলিয়ন ডলার।

২৪ঘণ্টা/শাহ
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন