২৪ঘণ্টা অনলাইন : সিরিয়ার রাজধানী দামেস্কে দীর্ঘদিনের অস্থিরতার পর জীবনযাত্রা আবার স্বাভাবিক হচ্ছে। দোকানপাট খুলছে, মানুষ কাজে ফিরছে, আর শহরে ফিরছে পুরনো চেনা রূপে। 'এখন আমরা স্বস্তির নিশ্বাস নিতে পারছি' স্থানীয়রা এমনটা বলছে। মাত্র তিন দিন আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের পতনের পর, দেশটির রাজনীতিতে এসেছে নতুন মোড়।
সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বাশির বলেছেন, এখন জনগণের জন্য শান্তি ও স্থিতিশীলতার সময়। দামাস্কে থাকা বিবিসি প্রতিবেদকেরা জানিয়েছেন, মানুষজনের মধ্যে যেন আনন্দের বন্যা বইছে।
অন্যদিকে, সিরিয়ার বিদ্রোহী বাহিনী পূর্বের তেলসমৃদ্ধ শহর দেইর আল-জউরকে কুর্দি বাহিনীর কাছ থেকে দখল করেছে। বিদ্রোহী নেতারা জানিয়েছেন, দেশের সম্পদ পুনরুদ্ধার করাই তাদের মূল লক্ষ্য। তবে সিরিয়ার সামরিক অবকাঠামোকে দুর্বল করার জন্য ইসরায়েলি বাহিনী ৩৫০টি বিমান হামলা চালিয়েছে এবং নৌবহরে হামলার কথা নিশ্চিত করেছে। দামেস্কের স্বাভাবিক জীবনের শুরু দেশের পুনর্গঠন ও শান্তির একটি গুরুত্বপূর্ণ ধাপ। সিরিয়ার জনগণ এই স্থিতিশীলতা ধরে রাখার জন্য সরকারের প্রতি তাদের পূর্ণ সহযোগিতা দিতে চায়। সূত্র : বিবিসি।
২৪ঘণ্টা/শাহ