বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

বাবা হলেন জাস্টিন বিবার

প্রকাশিত - ২৪ আগস্ট, ২০২৪   ০৯:৪১ পিএম
webnews24

প্রভাত বিনোদন : প্রথমবারের মতো বাবা হলেন পপ তারকা জাস্টিন বিবার। হেইলি বিবারের কোলজুড়ে এল ফুটফুটে পুত্রসন্তান। গতকাল শনিবার বাংলাদেশ সময় সকালে নিজের ইনস্টাগ্রামে সদ্যোজাত সন্তানের পায়ের ছবি পোস্ট করে কানডীয় তারকা লিখেছেন, ঘরে স্বাগত। বিবার জানিয়েছেন, তাঁর সন্তানের নাম জ্যাক ব্লুজ বিবার। এর আগে চলতি বছরের মে মাসে তারকা দম্পতি ঘোষণা করেন, সংসারে নতুন অতিথি আসছে। ইনস্টাগ্রামে স্ত্রীর সাদা পোশাক পরা বেবিবাম্পের ছবি ও ছোট্ট একটি ভিডিও প্রকাশ করেছিলেন গায়ক। সেলেনা গোমেজের সঙ্গে আট বছরের সম্পর্ক বিচ্ছেদের পর ২০১৮ সালে মডেল হেইলিকে বিয়ে করেন বিবার।
বিয়ের ছয় বছর পর বিবার আর হেইলির সন্তান আসার খবরে উচ্ছ্বসিত ভক্তরা। তাঁদের নিয়ে চর্চার অন্ত নেই নেটপাড়ায়। খুশির খবর পেয়ে তাঁদের অভিনন্দন জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। এর আগে ২০২০ সালে নিজের অসুস্থতার কথা জানান বিবার। তাঁর মুখের একটি অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়েছে। তখন বাতিল করতে হয় বহু কনসার্ট। কিন্তু এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেন পপ তারকা। বেশ কয়েক বছর আগে সাক্ষাৎকারে হেইলি জানিয়েছিলেন, দুজনের দাম্পত্য জীবন কাটছে সিনেমার মতো। জাস্টিনের সঙ্গে তাঁর বোঝাপড়া খুব ভালো, সে কারণেই সুখে সংসার করছেন এই দম্পতি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন