বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

প্রকাশ্যে এলো ছাওয়া’র টিজার, চেনাই দায় ভিকিকে

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৪   ০৭:৫৭ পিএম
webnews24

প্রভাত বিনোদন : অবশেষে প্রকাশ্যে এলো ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ছাওয়া সিনেমার টিজার। টিজারটি ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। টিজারে ভিকিকে রীতিমতো চেনাই দায়। অনেকেরই মতে টিজারে ভিকি কৌশলকে চেনা যাচ্ছে না। টিজারে দেখা যাচ্ছে, ভিকি ঘোড়ার পিঠে চড়েছেন যোদ্ধাদের পোশাকে। তাকে একা হাতে শত্রুদের প্রতিহত করতেও দেখা যাচ্ছে।  টিজারে ভিকির কণ্ঠে শোনা যাচ্ছে, ছত্রপতি শিবাজীকে বাঘ বলা হয় এবং বাঘের সন্তানকে ছাওয়া। চলতি বছরের মে মাসে এই সিনেমার শুটিং শেষ করেন ভিকি কৌশল। এরপর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে কৃতজ্ঞতা জানান তিনি। 
ভিকি লিখেছিলেন, ছাওয়ার শুটিংয়ের অত্যন্ত আবেগপ্রবণ, নাটকীয় সফর খানিক নাটক ছাড়া শেষ হতে পারত না। বৃষ্টির দেবতা আজ রীতিমতো অনুষ্ঠান করেন, ফাইনাল শট শেষ করার ঠিক পরেই।’ শুটিং শেষ করার আগেই রাশমিকা মান্দানাও গোটা টিমের হয়ে পোস্ট করেন। দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মসের প্রযোজনায় এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আগামী ৬ ডিসেম্বর। ভিকি কৌশলের পোস্টে এদিন শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন, ভূমি পেডনেকর, আয়ুষ মেহরা, নেহা ধুপিয়া, শর্বরী ওয়াঘ, সানিয়া মলহোত্র, শান্তনু মাহেশ্বরী প্রমুখ একাধিক তারকারা।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন