বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

হঠাৎ ওজন কমাচ্ছেন শাহরুখ খান

প্রকাশিত - ১৪ আগস্ট, ২০২৪   ০৭:৫৫ পিএম
webnews24

প্রভাত বিনোদন : আসন্ন ছবি ‘কিং’-এর প্রস্তুতি নিয়ে ব্যস্ত শাহরুখ খান। সম্প্রতি লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। সেখানেই এক সাক্ষাৎকারে জীবনের নানা সাফল্য নিয়ে কথা বলেন শাহরুখ। আসন্ন কাজ নিয়েও আলোচনা করেন তিনি। আগামীতে সুজয় ঘোষ পরিচালিত কিং ছবিতে অভিনয় করছেন তিনি। সেই ছবির প্রস্তুতি সম্পর্কে কথা বলেন শাহরুখ। তিনি জানান, তিনি কিং নিয়ে বেশ আশাবাদী কারণ, বিশেষ ধরনের কিছু ছবি করতে পছন্দ করেন। 
সাক্ষাৎকারে শাহরুখ বলেন, বিশেষ ধরনের কিছু ছবি রয়েছে যেগুলিতে আমি অভিনয় করতে পছন্দ করি। হতে পারে বয়সের কারণে কিছু বাধার সম্মুখীন হতে হয়। তবে আমি নতুন ধরনের চরিত্রে কাজ করতে পছন্দ করি। গত ছয়-সাত বছর ধরে আমি এই ধরনের ছবির (কিং) কথা ভাবছিলাম এবং সুজয়কে বলেছিলাম। ও আমাদের প্রযোজনা সংস্থার জন্য কিছু ছবি তৈরি করেছে। ওই বলল, একটি বিশেষ বিষয়ের ছবি রয়েছে। কিং-এ অভিনয় করার জন্য ওজনও কমাতে হবে বলে জানান শাহরুখ। তিনি বলেন, আমি কিং ছবিতে অভিনয় করছি। শীঘ্রই এই ছবির কাজ শুরু করতে হবে আমাকে। সে জন্য আমাকে একটু ওজনও কমাতে হবে। এ জন্য শরীরচর্চাও করতে হবে। একটি ছবি করতে অনেকটা সময় নেন শাহরুখ। অভিনেতা জানান, তিনি ছবির পরিচালকের সঙ্গে অনেকটা সময় কাটাতে পছন্দ করেন। তাই একটি ছবির কাজ শেষ করতে অনেকটা সময় লাগে। শাহরুখের এই ছবিতে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খানও। এটিই বড় পর্দায় তার প্রথম ছবি। এর আগে ওটিটি-র ছবি ‘আর্চিজ’-এ অভিনয় করেছেন তিনি। ‘কিং’ ছবিতে মূল খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।
এদিকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের তিন সন্তানের কারওই বাকি নেই শোবিজে পা রাখার। নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’-এর পর এবার বাবার সাথে অভিনয়ের প্রস্ততি নিচ্ছেন সুহানা খান। বড় ছেলেও শোবিজের বাইরে নেই; আছেন পরিচালনায়। এবার বলিউডে অভিষেক হল ছোট ছেলে আব্রাম খানের। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ্য লায়ন কিং’র দ্বিতীয় কিস্তি ‘মুফাসা: দ্য লায়ন কিং’ সিনেমার ট্রেলার। সেখানে কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান ও তার দুই ছেলে। এই সিনেমার মধ্য দিয়েই চলচ্চিত্রে কাজের অভিষেক হল শাহরুখ পুত্র আব্রামের।
ভারতীয় গণমাধ্যমের খবর, সিনেমায় মুফাসার চরিত্রে শাহরুখ খান, শিশু মুফাসার চরিত্রে আব্রাম খান আর সিম্বা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আরিয়ান খান। এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘দ্য লায়ন কিং’ সিনেমায় কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ ও তার বড় ছেলে আরিয়ান।
ডিজনি মিডিয়া ফ্র্যাঞ্চাইজি ফিল্ম সিরিজের প্রথম ক্ল্যাসিক অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’ মুক্তি পায় ১৯৯৪ সালে। এরপর ২০১৯ সালে একই নামে রিমেক করা হয় সিনেমাটি। জঙ্গলের রাজা সিম্বার গল্প শুধু ছোটদের কাছেই নয়, প্রিয় হয়ে উঠেছিল বড়দেরও। পাঁচ বছর পর আসছে দ্য লায়ন কিংয়ের প্রিক্যুয়েল, যার নাম দেওয়া হয়েছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। এতে দেখা যাবে লায়ন কিংয়ের আগের গল্প। এদিকে দুই ছেলের সঙ্গে কাজ করে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। তিনি বলেন, ‘একজন বাবা হিসেবে মুফাসার সঙ্গে নিজের মিল পাই আমি। তাই এ রকম চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আনন্দের। আমার দুই ছেলের সঙ্গে এ সিনেমায় কাজের সুযোগ পেলাম প্রথমবার। সেদিক থেকে সিনেমাটি আমার হৃদয়ের খুব কাছের হয়ে থাকবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন