বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

সোনাক্ষী-জাহিরের ‘বিউটিফুল সানসেট’

প্রকাশিত - ০৪ জুলাই, ২০২৪   ১২:৩১ এএম
webnews24

প্রভাত ডেস্ক  : বলিউডের তারকা সোনাক্ষী সিনহা-জাহির ইকবালের দীর্ঘ ৭ বছরের প্রেমের পর সম্প্রতি বিয়ে করেছেন। বিয়ের পর ইতোমধ্যেই মধুচন্দ্রিমায় গিয়েছেন এ নব-দম্পতি। সোশ্যাল মিডিয়ায় হানিমুনে গিয়ে রোমান্টিক মুডের বেশকিছু ছবিও শেয়ার করেছেন সোনাক্ষী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোনাক্ষীর ইনস্টাস্টোরিতে শেয়ার করা ছবিতে যাচ্ছে, কোনও এক বহুতল ভবনের সুইমিং পুলে মনোরম সূর্যাস্তের সময় একান্তে সময় কাটাচ্ছন জাহির-সোনাক্ষী।

পুলের কিনারায় হেলান দিয়ে পানীয়র গ্লাস হাতে দুজনার সে ছবির ক্যাপশনে সোনাক্ষী লেখেন, ‘বিউটিফুল সানসেট (রেড হার্ট ইমোজি)।’

এদিকে দুজনের একসঙ্গে ছবি জাহির নিজেও শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লেখেন, ‘আমি আরও সুন্দর কিছু দেখতে পাচ্ছি।’

এছাড়া একটি ভিডিওতে জাহির-সোনাক্ষীকে মিষ্টি জাতীয় কিছু খাওয়ার সময় জোরে জোরে হাসতে হাসতে দেখা যায়।

ক্যাপশনে তিনি লেখেন, ও আমার উপর চিৎকার করতে গেলে কিন্তু আমি পরমুহূর্তে ওকে হাসতে বাধ্য করেছি।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন