বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

চট্টগ্রাম কাস্টমস হাউসকে ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়ে মানববন্ধন

প্রকাশিত - ১৬ জানুয়ারি, ২০২৫   ১২:১৩ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : চট্টগ্রাম কাস্টমস হাউসকে ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত করার আহবান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।  

বুধবার দুপুরে চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আসন্ন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের প্রত্যাখ্যানের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে এই আহবান জানানো হয়। নগরীর বন্দর সংলগ্ন কাস্টমস হাউসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা সমন্বয়ক ওমর ফারুক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গুলিবিদ্ধ ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাস্টমস কমিশনার জাকির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

মানববন্ধনে ছাত্র নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হচ্ছে বাংলাদেশের স্বর্ণদ্বার। রাজস্বের সিংহভাগ পূরণ করা হয় এখান থেকে। চট্টগ্রাম বন্দর জাতির অহংকার। বিগত আওয়ামী লীগ সরকার এখানে লুটতরাজ করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাই আগামীতে কাস্টমসে যাতে অনিয়ম দুর্নীতি না চলে সেজন্য আওয়ামী সুবিধাভোগীদের অলরেডি চিহ্নিত করা হয়েছে।

তারা বলেন, ফ্যাসিস্টরা যাতে আসন্ন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য আমরা প্রতিরোধ গড়ে তুলবো। তাই আওয়ামী দোসররা সম্মানের সঙ্গে কাস্টমস হাউস থেকে সরে যান, তা না হলে পরিণাম ভালো হবে না।

বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের প্রতিনিধি মো. শাহেদ, শহিদুল ইসলাম সজিব, শফিকুল ইসলাম জিয়া, ফাহিম আহম্মেদ সাগর, ফারহান জামিল, তৌসিফ ইমরোজ, কায়েম হোসাইন আবিদ, ওমর ফারুক চৌধুরী, মো. রাশেদ, সাগর হোসেন ও মো. রাফি প্রমুখ।  
২৪ঘন্টা/এআর
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন